সুন্দরগঞ্জে ৪ ইয়াবা কারবারি গ্রেফতার

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা সুন্দরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ ও র‌্যাব-১৩ (গাইবান্ধা) ক্যাম্পের সদস্যরা।
থানা সুত্রে জানা যায়, বুধবার মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় পৃথক ২টি মামলা রুজু করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। মাদক কারবারিরা হলো উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের পাইটকাপাড়াস্থ ইয়াকুব আলীর পুত্র মতিয়ার রহমান (৪৪), একই গ্রামের হিরোবাজারের আলম বাদশার পুত্র উজ্জ্বল মিয়া, রংপুরের পীরগাঁছা উপজেলার কিশামত ঝিনিয়া গ্রামের হাজী সোনা উল্লাহর পুত্র সবুজ মিয়া (৩২), ও শান্তিরাম ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের আজিজল হকের পুত্র আব্দুর রহিম (৩৫)। গ্রেফতারকৃতদের মধ্যে ৫শ’ ২০টি ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিমকে গ্রেফতার করেন কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ পুলিশ পরিদর্শক এনায়েত কবির। এদিকে, ১শ’ ৬টি ইয়াবা ট্যাবলেটসহ মতিয়ার রহমান, উজ্জ্বল মিয়া ও সবুজ মিয়াকে গ্রেফতার করেন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি চৌকস দল। বিভিন্ন সুত্র জানায়, মতিয়ার রহমান ও উজ্জ্বল মিয়া দীর্ঘদিন ধরে নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে অবাধে মাদক কারবারিসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড চালিয়ে আসছিল। এছাড়া, আরও ২/১ জন একই পরিচয় দিয়ে এধরণের কর্মকান্ড চালিয়ে আসছে। মতিয়ার রহমান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল জানিয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আশিকুজ্জামান তুহিন বলেন, বর্তমানে মতিয়ার রহমান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্যও নয়।
থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান পৃথক অভিযানে ৪ মাদক কারবারিকে গ্রেফতার পুর্বক আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।


পুরোনো সংবাদ

গাইবান্ধা 8651975385411398843

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item