ডোমারে অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়েছে ৩ পরিবার

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৮ আগষ্ট॥  নীলফামারী জেলার ডোমার উপজেলায় অগ্নিকান্ডে  পুড়ে ছাই হয়েছে তিন পরিবারের ছয়টি ঘর। সাথে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তিনটি ছাগল শতাধিক হাঁস-মুরগি। গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মিরজাগঞ্জ পূর্বপাড়া গ্রামে ।
এলাকাবাসী জানায়, ঘটনার সময় রাত ৯টার দিকে ওই গ্রামের বিষাদু মামুদের (৬০) শোয়ার ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাট ঘটে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় তার ছেলে ওবায়দুল ইসলাম (৪৫) এবং হামিদুল ইসলামের (৪০) ছয়টি ঘর, ঘরে রক্ষিত মালামাল, নগদ ৫০ হাজার টাকা পুড়ে যায়। এসময় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় তিনটি ছাগল ও শতাধিক হাঁস-মুরগি। খবর পেয়ে ডোমার দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
ওই গ্রামের ইউপি সদস্য মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘এলাকাবাসী অনেক চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হয়। সবকিছু পুড়ে যাওয়ার পর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। পরিবার তিনটি সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।#


পুরোনো সংবাদ

নীলফামারী 5433865960741081234

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item