ডোমারে ৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত

আবু ফাত্তাহ্ কামাল (পাখি)স্টাফ রিপোর্টার ঃ নীলফামারীর ডোমারে ঢাকা থেকে ফিরে আসা ৩ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । আজ রবিবার দুপুর পযর্ন্ত  আক্রান্ত তিন রোগীকে রংপুরে প্রেরন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এরা হলেন, উপজেলার পশ্চিম চিকনমাটির ষ্টেশনপাড়ার ফজলু হকের পুত্র মাহাবুব আলম ( ১৯), বোড়াগাড়ী ইউনিয়নের  পশ্চিম বোড়াগাড়ী গ্রামের  বটতলী বাজারের সুশীল রায়ের পুত্র জ্যৌতিষ রায়(২০), পার্শ্ববতী উপজেলা জলঢাকার গড়ধর্মপালের  বাবলার পুত্র সাহাবুল (২২) ।
ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রায়হান বারী  জানান,আজ (রবিবার) দুপুর পযর্ন্ত তিনজন আক্রান্ত ব্যক্তিরা  জ্বর নিয়ে হাসপাতাল এসেছিল ।পরীক্ষায় ডেঙ্গু নিশ্চিত হওয়ায় তাদের রংপুরে প্রেরন করা হয়েছে ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  অবজারভেশন কক্ষ খোলা হয়েছে ।পাচঁটি বেড ডেঙ্গু রোগীর জন্য আলাদা রাখা হয়েছে । এ পযর্ন্ত ১০টি কীটস আমরা পেয়েছি ।তার মধ্যে নয়টি শেষ ।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 6909193175947828784

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item