ডোমারে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসাবে পুরস্কার পেলেন মারুফ আলম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসাবে পুরস্কার পেলেন মারুফ আলম।
শৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে মাদ্রাসা পর্যায়ে ডোমার  ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক মারুফ আলম কে এ সন্মাননা প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন এর কাছ থেকে সন্মাননা ক্রেস ও সনদপত্র গ্রহন করেন তিনি। এ সময় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুদ্দিন হোসাইনী, কলেজ পর্যায়ে ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু কে বিশেষ সন্মাননা প্রদান করেন অতিথিগণ। মারুফ আলম বলেন, ২০০২ সালে মাদ্রাসায় যোগদান করেছি দীর্ঘ ১৭বছর যাবত অধ্যক্ষের পরামর্শে নিষ্ঠার সাথে দায়ীত্ব পালন করে আজ এই পুরস্কার পাওয়াতে শিক্ষক জীবনে আগামী দিনের পথচলাকে অনুপ্রানিক করবে এবং শিক্ষা ও প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে আরও বেশি অবদান রাখতে পারেন বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3237346365619542399

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item