দূর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় কবি ও ছড়াকার আনোয়ারুলকে লাঞ্ছিত করার অভিযোগ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে সোনারায় দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষকের দূর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় কবি ও ছড়াকার আনোয়ারুল হক’কে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে কবি আনোয়ারুল হক বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। অভিযুক্তদের উকিল নোটিশ পাঠিয়েও কোন ফল না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন তিনি। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সোনারায় দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহফুজার রহমান চৌধুরী ও সহকারী প্রধান শিক্ষক ফজলার রহমান চৌধুরী, কমিটির ২সদস্য ও অপর ২শিক্ষক মিলে কোচিং বানিজ্য, স্কুলের প্রধান ফটকে ফাষ্টফুটের দোকান বসানোসহ দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দূর্নীতি করে আসছিল। এ বিষয়ে উক্ত এলাকার মৃত আফছার উদ্দিনের ছেলে কবি ও ছড়াকার আনোয়ারুল হক গত ১৫/০৪/১৯ তারিখে উপ-পরিচালক (শিক্ষা) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, রংপুরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে ডোমার শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলামকে তদস্তের দায়িত্ব দেন। তদন্ত কর্মকর্তা ইসলাম গত ২৫/০৪/১৯তারিখে ওই স্কুলে তদন্তে গেলে অভিযুক্তরা কর্মকর্তার সামনে কবি আনোয়ারুল হককে ঘুষখোর, অসভ্য ও পাগল বলে অকথ্য ভাষায় গালিগালাছ সহ লাঞ্ছিত করে। এতে করে তিনি ভীষন ভাবে অপমানিত হওয়ায় গত ২৬/০৬/১৯ তারিখে নীলফামারী জজ কোর্টের উকিলের মাধ্যমে বিবাদীগণের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠায়। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা সাফিউল ইসলাম জানান, শিক্ষা অধিদপ্তরের নির্দেশে আমি ৩দিন তদন্তে গিয়েছিলাম, তার মধ্যে ১দিন আনোয়ারুল হক উপস্থিত ছিল, বাকী ২দিন উপস্থিত না থেকে সময়ের আবেদন করেন। আর ১দিন তদন্তে যাবো ওনি উপস্থিত না হলেও তদন্ত প্রতিবেদন পাঠিয়ে দিবো। অভিযুক্ত স্কুলের সভাপতি মাহাফুজার রহমান চৌধুরী বলেন, আমি ওনাকে কোন অপমান করিনি, তিনি একজন অসুস্থ মানুষ, তদন্ত কালীন সময়ে উল্টাপাল্টা কথা বলার কারণে এলাকাবাসী ক্ষিপ্ত হয়, তখন তিনি চলে যায়। উকিল নোটিশ আমি পাইনি, সহকারী প্রধান শিক্ষক ফজলার রহমান পেয়েছে এবং তার জবাবও তিনি দিয়েছেন। অভিযোগকারী আনোয়ারুল হক বলেন, আমি একজন সরকারী কর্মকর্তা হিসাবে পঞ্চগড় জজ কোর্টের নকল বিভাগের প্রধান তুলনা সহকারী হিসাবে সততার সাথে চাকুরী করে অবসর গ্রহন করি। এ ছাড়াও একজন কবি ও ছড়াকার হিসাবে বেশ কয়েকটি সংগঠন হতে সম্মাননা পাই, তাদের মধ্যে আন্তর্জাতিক লালন ও লোক সংস্কৃতি উৎসব/১৭ উপলক্ষে গুনীজন সম্মাননায় ভুষিত হই, বহুভুজ সাহিত্য পরিষদের/১৩ সালে সাংগঠনিক পদক লাভ, অভিযাত্রি সাহিত্য সংস্কৃতি সংসদ রংপুর কর্তৃক একুশে গ্রন্থমেলায় জাতীয় পদক, দক্ষিণ এশিয়া সাহিত্য সংস্কৃৃতি পরিষদ কর্তৃক নজরুল সাহিত্য সম্মাননা, জলপদ্ম কর্তৃক সম্মাননা স্মারক সহ পঞ্চগড় সরকারী কর্মচারী সমম্বয় পরিষদের সভাপতি হিসাবে দায়ীত্ব পালন করি। এমন একজন গুনীব্যক্তিকে সবার সামনে অপমান করায় ক্ষোভ প্রকাশ করেন। তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচারের জোর দাবী জানান কবি ও ছড়াকার আনোয়ারুল হক।   


পুরোনো সংবাদ

নীলফামারী 5165488321475262094

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item