ডোমারে ৩৫জন ডেঙ্গু রোগী সনাক্ত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে এ যাবত মোট ৩৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
গত ১৯আগষ্ট থেকে শুরু করে ২০আগষ্ট পর্যন্ত ২দিনে ২২ জন জ্বরের রোগীর হাসপাতালে আসেন। তাদের মধ্যে ৭জনের ডেঙ্গু রোগ ধরা পরে। ৪জন রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বাকী ৩জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ প্রদান করেন কর্তব্যরত ডাক্তার। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দিন জানান, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা তেলীপাড়া গ্রামের মঞ্জু ইসলামের ছেলে মনোয়ার হোসেন (২২),  একই ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী হাজীপাড়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে সাগর (১৬), জলঢাকা উপজেলা নবাবগঞ্জ সর্দার পাড়ার আমিনুর ছেলে আব্দুল মজিদ (৫০), একই উপজেলার ধর্মপাল ইউনিয়নের উত্তর ধর্মপাল এলাকার রাজু আহম্মেদের ছেলে হযরত আলী (২৫) এখানে ভর্তি আছে। বাকী ৩ জন ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আঃ লতিফ ছেলে মাসুদ রানা (১৮), একই উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া বাবুপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী দুলালী বেগম (২৬),  জলঢাকা উপজেলা গোলনা ইউনিয়নের চিড়া ভিজা সর্দার পাড়ার মোশারফ হোসেনের ছেলে জাহিনুর রহমান (২৭) কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ  রায়হান বারী বলেন, আক্রান্ত রোগীরা সব ঢাকা থেকে ফিরে আসা। অনেকে আগে এসেছে আবার অনেকে ঈদ করার জন্য এসে জ্বরে ভুগছে। আমাদের টিম রোগীদের পরীক্ষা থেকে শুরু করে সেবা প্র্রদানে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। গতকাল পর্যন্ত মোট ৩৫জন রোগী সনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে বেশীভাগ রোগী রংপুরে পাঠানো হয়েছে। অনেকে আমাদের এখানে চিকিৎসা নিচ্ছে আবার কেউ চিকিৎসা নিয়ে বাড়ীতে চলে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 1441347072530394324

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item