নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত,আহত ১০ জন ।

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে  লিটন (৪৫) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, একই ঘটনায় আহত হয়েছে উভায় পক্ষের আরো ১০জন।
আহদের উদ্ধার করে নবাবগঞ্জ,ফুলবাড়ী ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২ টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সন্নিকটে নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ভালকা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে নিহত লিটন নবাবগঞ্জ উপজেলার চককরিম গ্রামের আতিয়ার রহমানের ছেলে। আহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার চককরিম মনোহরপুর গ্রামের জোনাব আলীর ছেলে সাজু (২৫), একই এলাকার জালাল উদ্দিনের ছেলে খোরশেদ (২৮) একই উপজেলার বড়আড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী বিলকিস বেগম (৩৫),বড়আড়া কানাহার গ্রামের আজিজুর রহমানের মেয়ে মনোয়ারা বেগম (৪০),মঞ্জু আরা বেগম (৩৫) একই এলাকার রফিক উদ্দিনের এর স্ত্রী মঞ্জিলা বেগম (৬৫), ইসলামপুর গ্রামের মৃত অফুর উদ্দিনের ছেলে সাহাব উদ্দিন (৬০), রঘুনাথপুর গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী মোছাঃ আজুফা বেগম (৫০), একই এলাকার আফুর উদ্দিনের ছেলে সাহেব আলী (৬৫) ও জব্বার আলী (৫৭)।
নিহত লিটনের পরিবারের সদস্যরা বলেন পুলিশের ছোড়া গুলিতে লিটন গুলিদ্ধি হয়ে আহত হলে তাকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার রেজাউল করিম, উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত বলে ঘোষনা করেন।
এই বিষয়ে জানতে চাইলে নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, উপজেলার বড়আড়া গ্রামের রফিক উদ্দিনের সাথে নিহত লিটনের জমি নিয়ে দির্ঘদিন থেকে মামলা চলে আসছিল, সম্প্রতিক নি¤œ আদালত থেকে বিরোধীয় জমির ডিগ্রী পান রফিক উদ্দিন, সেই নি¤œ আদালতের আদেশ বলে রফিককে জমি বুজিয়ে দিতে গেলে প্রতিপক্ষ লিটন দলবল নিয়ে পুলিশের কাজে বাধাদেয় ও হামলা করে, এসময় পুলিশ ফাঁকা গুলিকরে, কিন্তু পুলিশের গুলিতে লিটন গুলিবিদ্ধ হয়েছে কি না? তা তাঁর জানা নাই বলে জানান।
এদিকে লিটনের পরিবারের সদস্যরা বলেন ভালকা আড়া এলাকার ৮ বিঘা জমি দির্ঘদিন তাদের দখলে আছে, হঠাৎ উক্ত জমি পুলিশ নিয়ে রফিক দখল করতে আসলে লিটন বাধা দেয় এতে উভায় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, এসময় পুলিশ গুলি করলে লিটন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

পুরোনো সংবাদ

নির্বাচিত 8956822953647409717

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item