পার্বতীপুরে গুজবে কান না দেওয়া ও ডেংঙ্গু প্রতিরোধে আলোচনা সভা

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
গুজবে কান দিবেন না ও ডেংঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা আজ বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক। উপজেলা নির্বাহী অফিসার মো: রেহানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুন মোমিনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু,  সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মো: শামসুজ্জামান, মডেল থানার ওসি মোখলেছুর রহমান, রেলওয়ে থানার ওসি এসএম আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: তাজুল ইসলাম,এন এন আই কর্মকর্তা মো: আলিফউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা ও সাংবাদিক এম এ আলম বাবলু। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আলহাজ্ব আব্দুর রাজ্জাক প্রামাণিক। অনুষ্ঠানে বক্তারা গুজবে কান  না দেওয়া ও ডেংঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান। আলোচনা সভা শেষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিকের নেতৃত্বে উপজেলা কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মানুষ উপজেলা পরিষদ চত্বর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।

পুরোনো সংবাদ

দিনাজপুর 7649314135061340722

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item