ডেঙ্গু প্রতিরোধে নীলফামারীতে সচেনতামুলক কর্মসুচি

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৫ আগষ্ট॥ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর মশিউর রহমান ডিগ্রী কলেজের উদ্যোগে র‌্যালি এবং মশক নিধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় এ কর্মসূচির উদ্ধোধন করেন  বাংলাদেশ মিউনিসিপালিটি অ্যাসোসিয়েশনের (ম্যাপ) সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র  দেওয়ান কামাল আহমেদ।র‌্যালি উত্তর সভায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তাহমিনা আহমেদ। পরে কলেজের বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে মশা নিধনে স্প্রে করা হয়। সচেনতনতামূলক র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থীরাসহ শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
অপর দিকে, জেলা স্কাউটসের উদ্যোগে র‌্যালি, সচেতনতামুলক লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে স্কাউট ভবনে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।স্কাউটের সহ-সভাপতি মোজাহারুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম, জেলা স্কাউট সাধারণ স¤পাদক শাহ গোলাম কিবরিয়া প্রমুখ।#

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1689899580187799569

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item