নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সরকারী নম্বর ক্লোন করে চাঁদাদাবি

মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। রবিবার সকাল ৯ টার দিকে মোবাইল নম্বরটি ক্লোন   করে উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জানান, রবিবার সকাল ৯ টার দিকে কিশোরগঞ্জ উপজেলার রাধারানী ড্রিগী কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকি এবং কিশোরগঞ্জ বিজনেস মেনেজমেন্ট ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোতাহার হোসেন ফোন করে আমাকে বলেন, স্যার আপনার সরকারী নম্বর থেকে ফোন করে আমাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে।
কিশোরগঞ্জ রাধারানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী  বলেন, উপজেলা নির্বাহী অফিসারের সরকারী নম্বর থেকে রবিবার সকাল ৯ টার সময়  আমাকে ফোন করে বলা হয়, আপনার কলেজে ল্যাপটপ দেওয়া হবে। সেজন্য আপনি খুব তাড়াতাড়ি আমার নম্বরে ৮ হাজার টাকা বিকাশ করেন। মোবাইলে কথা বলার সময় আমার সন্দেহ হলে আমি উপজেলা নির্বাহী অফিসার স্যার কল করে বিষয়টি জানালে তিনি হতভম্ব হয়ে পড়েন।
কিশোরগঞ্জ বিজনেস মেনেজমেন্ট ইনস্টিটিউট (বিএমআই) কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন বলেন, আমি বাসা থেকে কলেজে আসার সময় সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মহোদ্বয় স্যারের সরকারী মোবাইল নম্বর থেকে আমাকে ফোন করে ১০ হাজার টাকা বিকাশ করে চাওয়া হয় এবং আমাকে একটি বিকাশ নম্বর ০১৮৮৩১১৪৫৬৬ দিয়ে বলেন এই নম্বরে টাকা দেন আর প্রয়োজন হলে আমার ব্যাক্তিগত ০১৭০৫৮১৮২৫৮ নম্বরে যোগাযোগ করতে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বলেন, আমি বিষয়টি তাৎক্ষনিকভাবে  জেলা প্রশাসক হাফিজুর রহমান স্যারকে অবগত করেছি এবং কিশোরগঞ্জ থানার ওসিকে জানিয়েছি। পাশাপাশি ফেসবুকে পোষ্ট দিয়ে এবং মোবাইলে মেসেজ দিয়ে সবাইকে অবগত করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ বলেন, উপজেলা নির্বাহী অফিসারের সরকারী নম্বরটি ক্লোন করে চাঁদা দাবির বিষয়টি আমাকে জানিয়েছেন। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 6349362124248680625

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item