ঠাকুরগাঁওয়ে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জগন্নাথপুর বি-আখড়া এলাকায় ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। শনিবার (২৪ আগস্ট) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইউসুফ (৩৮), তার বাড়ি চাঁদপুর জেলায়। তিনি নৈশকোচটির হেলপার ছিলেন বলে যাত্রীরা জানিয়েছেন। আহত ১৪ জনের মধ্যে ১০ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকারগাঁওগামী নৈশকোচ তাজ পরিবহন সদর উপজেলার বি-আখড়া জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে এসে পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় বাসটি উল্টে ১৫ জন আহত হন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর কোচের হেলপার ইউসুফ মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকেই ঠাকুরগাঁও-ঢাকাগামী রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

পুরোনো সংবাদ

নির্বাচিত 7002542805071238939

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item