ঠাকুরগাঁওয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদযাপনে মতবিনিময় সভা

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানা খান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সহকারী শিক্ষক হাফেজ রশিদ আলম, সালেহা বেগম প্রমুখ।

বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, ড্রেন, নালা, জলাশয় হতে কচুরিপানাসহ অন্যান্য ময়লা পরিষ্কার সহ আবাসস্থল, অফিস, বাজারের চারপাশ স্ব-উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

পরিত্যক্ত নারিকেল-ডাবের খোসা, প্লাস্টিক-টিনের কৌটা, টায়ার, ঘরের ভিতরের টব ইত্যাদিতে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশ বিস্তার করে, তাই এ সমস্ত জায়গায় পানি জমতে দেওয়া যাবে না।

দিনে-রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে। জ্বর-মাথা ব্যাথা অনুভূত হলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং পরামর্শ অনুযায়ী ঔষুধ সেবন করতে হবে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 5754146065346317880

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item