হরিপুরের মাগুড়ায় ভাঙ্গা ব্রীজ নিয়ে চরম দুর্ভোগে এলাকাবাসী

জে.ইতি হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মাগুড়া এলাকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া নাননাদহ নুনার উপরে গত কয়েক বছর আগে উপজেলা প্রশাসন জনসাধারণের চলাচলে দুর্ভোগ দেখে তৈরি করে ব্রীজটি।
 কিন্ত গত বছর ভারি ব্যানায় ব্রীজটির দুই ধরের দুই অংশ ধসে যায়
এবং ব্রীজটি ভেঙ্গে যাওয়ার কারণে কয়েক হাজার জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছে। উপজেলা সদর যাওয়ার একমাত্র রাস্তা এটি।
এলাকাবাসী জানায়, স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ না নোয়ার কারণে এক বছর ধরে উপজেলা প্রশাসন ও সরকারের নজরে আসেনী ব্রীজটি।
তারা আরো জানান, ব্রীজটির জন্য কৃষি ক্ষেত্রে ও মালামাল পারাপার এবং জরুরী রোগী নিয়ে পরতে হয় চরম বেকয়দায়।
কয়েক মিনিটির রাস্তা ব্রীজ না থাকার কারণে কেটে যায় কয়েক ঘন্টা।এইরি ম্যধে উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন এলাকার ৭টি ব্রীজ তালিকা তৈরি করে বিজ্ঞপ্তি দিলেও এই ব্রীজটি নজরে আসেনি।
এবিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজান সরকার বলেন, উপজেলা নির্বাহী  অফিসাকে অবগত করা হয়েছে ও এলজিডি অফিসকে জানানো হয়েছে।
উপজেলা এলজিডি অফিস জানায়, আমরা ব্রীজের তালিকা তৈরি করেছি এবং অতি তারাতারি ব্রীজটি মেরামত করা হবে।

উপজেলা নির্বাহী চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল জানান, ব্রীজটি মেরামতের জন্য পদক্ষেপ নেওয়া হবে। 

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 7595054660153169973

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item