ঠাকুরগাঁওয়ে ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের শোকরানা সভা

আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ দীর্ঘ ৩৬ বছর পর ৪৩১২ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন  প্রদানে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ঠাকুরগাঁওয়ে শোকরানা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বেলা ১২ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ, ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এ শোকরানা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত সভায়  বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী।
প্রধান অতিথির  বক্তৃতায় মুহা: সাদেক কুরাইশী বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকার শিক্ষাখাতে ব্যপক উন্নয়ন হয়েছে। সাধারন শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাখাতেও  উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। যা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আরও পরিস্কার বোঝা যাচ্ছে। তিনি আরও বলেন, যেমন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মাদরাসা শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষকদের বেতন বৈষম্য দুরকরণ এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন প্রদান করা বর্তমান সরকারের যুগান্তকারি সিদ্ধান্ত।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার ঠাকুরগাঁও, খন্দকার মো: আলাউদ্দীন আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঠাকুরগাঁও,  মো: মোশারফ হোসেন, সভাপতি বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ, এস এম জয়নুল আবেদিন জিহাদী, মহাসচিব বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ, মো: শামছুল আলম প্রমুখ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6038147366919684827

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item