রংপুরে আন্তঃ জেলা অজ্ঞান পাটি চক্রের ৪ সদস্য আটক

ফজলুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় আন্তঃ জেলা অজ্ঞান পাটি চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের সাথে থাকা বিপুল পরিমান চেতনানাশক ঔষধ, গ্রীল ও দরজা ভাঙ্গার যন্ত্রপাতিসহ একটি ব্যাটারী চালিত অটো উদ্ধার করা হয়। সোমবার পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৩ মাস আগে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কামদেব গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের বাড়িতে ওই আন্তঃজেলা অজ্ঞান পাটি চক্রের সদস্যরা খাবার লবণের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে বাড়ির লোকজনকে অজ্ঞান করে। পরে অজ্ঞান পাটির সদস্যরা বাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণলংকারসহ প্রায় সাড়ে চার লাখ টাকার মালপত্র চুরি করে নিয়ে যায়। এঘটনায় পীরগাছা থানায় একটি মামলা দায়ের হলে অভিযানে নামে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পূর্ব চন্দ্রখানা গ্রামের কফুর মাস্টারের ছেলে শাহিনুর রহমান (৪৫)কে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে রংপুরের সাতমাথা নাচনিয়া বস্তি থেকে আজাহার আলীর ছেলে মাজেদুল ইসলাম (৩৩) ও তার স্ত্রী শাহিনা বেগম (২৮) এবং ঘটনার সাথে জড়িত অটো চালক ইটাকুমারী ইউনিয়নের কামদেব গ্রামের সোলায়মান আলীর ছেলে হেকমত আলী (৩৫) কে আটক করে। এসময় তাদের সাথে থাকা বিপুল পরিমান তরল ও শুকনা চেতনানাশক ঔষধ, ভারতীয় ঘুমের ঔষধ, দরজা ও গ্রীল কাটা যন্ত্রপাতি, ঘটনায় ব্যবহৃত একটি ব্যাটারী চালিত অটো এবং খোয়া যাওয়া স্বর্ণ বিক্রির ৪৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃত আন্তঃজেলা অজ্ঞান পাটি চক্রের সদস্যরা দীর্ঘদিন থেকে স্থানীয় সহযোগিদের মাধ্যমে বাড়ি টার্গেট করে পানির ট্যাংকী, নলকুপ, লবন বা খাবারের সঙ্গে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দিতো। পরে ওই বাড়ির লোকজন অচেতন হয়ে পড়লে নির্বিঘেœ দরজা বা গ্রীল ভেঙ্গে সর্বস্ব চুরি করে পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 1943121318316755765

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item