পাগলাপীরে গুজব প্রতিরোধে প্রচারনা ও লিফলেট বিতরন

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর প্রতিনিধিঃ পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের পাগলাপীরে বিভিন্ন শ্রেণির পেশাজীবির মহলের মাঝে লিফলেট বিতরন করা হয়েছে। রংপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও কোতয়ালী থানার ওসি এবিএম সাজেদুল ইসলামের উদ্যোগে ২৬-৩১ জুলাই ২০১৯ সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এএসআই মাহমুদুল হাসান এর নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি, পাগলাপীর স্কুল এন্ড কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক সহ সমাজের নানান পেশার মানুষের কাছে বিতরন করেন উক্ত লিফলেটগুলো। সৌজন্যমূলক সাক্ষাতে ৩০ জুলাই মঙ্গলবার সকালে এএসআই মাহমুদুল হাসান সাংবাদিককে বলেন “পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে” এই গুজবকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজনের নিহত হবার ঘটনা ঘটেছে। সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এটি সম্পূণরুপে একটি গুজব। কোন প্রকার গুজবে কান দিবেন না এবং গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। পাগলাপীর সহ সদর উপজেলা বাসীকে অনুরোধ করা যাচ্ছে যে, কোন প্রকার গুজবে বিভ্রান্ত হয়ে, ছেলে ধরার সঙ্গে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। এ পর্যন্ত দেশে গণপিটুনির ফলে যতগুলো নিহতের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে পুলিশ তদন্ত নেমেছে এবং জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। এ ধরনের গুজব ছড়িয়ে দেশে অস্থিশীলতা তৈরি করা রাষ্ট বিরোধী কাজের সামিল এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো গুরুতর ফৌজদারী অপরাধ। আসুন, আমরা সকলে সচেতন হই, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি এবং কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে ধরা গুজব সংক্রান্তে যে কোন ধরনের পোষ্টে বিভ্রান্ত না হয়ে পোষ্ট প্রদানকারীর পরিচয় সম্পর্কে পুলিশকে অবহিত করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অধিক দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহবান জানান।

পুরোনো সংবাদ

রংপুর 1103172305560197365

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item