রংপুরে পাসপোর্ট করতে এসে তিন রোহিঙ্গা নারী আটক

মামুনুর রশীদ মেরাজুল: রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্ট করতে আসা তিন রোহিঙ্গা নারীকে রোববার আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন তাসমিনারা বেগম, সুমাইয়া আক্তার ও শারমিন আক্তার। ঘটনার বেগতিক দেখে দালালরা সেখান থেকে সটকে পড়েন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

রংপুর পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক নুরুল হুদা বলেন, ওই তিন নারী বিকেলে পাসপোর্ট করতে এলে তাদের এনআইডি কার্ড ও কথা বার্তার অসংলগ্নতা দেখে সন্দেহ হলে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা ভূয়া জন্মসনদসহ সব কাগজপত্রে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউপির ঠিকানা ব্যবহার করেছে। তবে ওই তিন নারী কার মাধ্যমে রংপুরে এসেছে সে ব্যাপারে কিছুই জানাননি।

তাসমিনারা বেগম বলেন, রংপুরের এক দালাল টেকনাফ থেকে রোববার সকালে রংপুরে এনে তাদেরকে স্থানীয় এক হোটেলে রাখেন। ৫০ হাজার টাকার বিনিময়ে তাদেরকে পাসপোর্ট করে দেয়ার চুক্তি হয়। সে ২০ হাজার টাকা অগ্রিম নিয়েছে। সব কাগজপত্র সেই করে দিয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 8847149512365410496

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item