হরকলি খারুয়াবাধা সড়ক দীর্ঘদিনেও পাকাকরন না হওয়ায় দূর্ভোগ

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরের হরকলি - খারুয়াবাধা সড়কটি দীর্ঘদিনেও পাকাকরন না হওয়ায় সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের মালিক চালক সহ ভূক্তভোগী সাধারন মানুষজনকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। জানা গেছে সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীরের রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের আব্দুলপুর মোড় হতে হরকলির হাট মিলের পাড় হয়ে সাংবাদিক আব্দুর রহিমের বাড়ির সামন দিয়ে আওয়ামীলীগ নেতা আনোয়ারুল ইসলাম রানু ও হরকলি ফাযিল ডিগ্রী মাদ্রাসার সভাপতি তারা মিয়ার বাড়ির সামন হয়ে মমিনপুর ইউনিয়নের বালাপাড়া পর্যন্ত তিন কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে পাকাকরন না হওয়ায় সড়কে চলাচলরত দুই ইউনিয়নের অর্ধলক্ষ জনগোষ্ঠীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিপাতের পানিতে হরকলি গ্রামের জামে মসজিদের সামন সহ পুরো সড়কটি জুড়ে কাদা পানির একাকারে পরিণত হওয়ায় রিক্সা ভ্যান মটর সাইকেল অটো সিএনজি চলাচল করা তো দূরের কথা পায়ে হাটা শিক্ষার্থী পথচারীদের চলাচল দুসাধ্য হয়ে পড়ছে। বিশেষ করে একদিনের বৃষ্টিপাতে সাত দিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে জলাশয় সৃষ্টি আবার কোথাও কোথাও কাদাপানি একাকারে পরিণত হয়ে পড়ছে। এর ফলে পড়াশুনায় মারাত্মকভাবে বিঘœ ঘটতেছে সড়কটিতে চলাচলরত হরকলি বহুমুখী ফাযিল ডিগ্রী মাদ্রাসা সহ শিক্ষার নগরী পাগলাপীরের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোমলমতী শিক্ষার্থীদের। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সড়কটি হরিদেবপুর মমিনপুর দুই ইউনিয়নের জনগোষ্ঠীর সেতু বন্ধন হিসেবে সড়কটি ব্যবহৃত করা হলেও ভরা মৌসুমে একটু বৃষ্টিপাতে কাদাপানি একাকারে পরিণত হওয়ায় ভূক্তভোগী সাধারন মানুষজনকে দীর্ঘপথ অতিক্রম করে আপদ বিপদ সহ সংসারের নানান প্রয়োজন মিটাতে হচ্ছে। স্বরজমিনে হরকলি গ্রামের বিভিন্ন মহল সহ সড়কে চলাচলরত ভূক্তভোগী সাধারন মানুষজন ক্ষোভ প্রকাশ করে বলেন সদর উপজেলার চেয়ারম্যান নাছিমা জামান ববি ও অত্র হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন উক্ত সড়কটি পাকাকরনের জন্য নানান সময়ে প্রতিশ্রুতি দিলেও আজও পর্যন্ত পাকাকরন হয়নি সড়কটি। কবে নাগাদ সড়কটি পাকাকরন হবে আজও জানে না সড়কে চলাচলরত হরকলি বালাপাড়া খারুয়াবাধা মমিনপুরের সাধারন মানুষজন। তাই সাধারন মানুষজন দূর্ভোগ ও উৎকন্ঠার কবল থেকে রক্ষার জন্য অভিলম্বে হরকলি টু খারুয়াবাধা তিন কিলোমিটার সড়কটি পাকাকরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি জোড় দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

পুরোনো সংবাদ

রংপুর 495515311657850421

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item