বাংলাদেশের শিক্ষার মান প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে...... সিনিয়র সচিব

হাজী মারুফ,রংপুর ব্যুরো প্রধান 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসাইন বলেছেন, বিশ্বের সাথে তালমিলিয়ে বাংলাদেশের শিক্ষার মান প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে, অগ্রসরমানকে চলমান রাখতে এবং আদর্শ শিক্ষা বিস্তারে শিক্ষকদের আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। শিক্ষার পরিবেশ ঠিক রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আন্তরিক, তাঁর দিক নির্দেশনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেই সাথে বাংলাদেশের শিক্ষা। এগিয়ে যাওয়া শিক্ষাকে আরো এগিয়ে নিতে শিক্ষকদের অনেক বেশি ছাড় দিতে হবে, স্কুল কলেজে সময় দিতে হবে, নতুন নতুন উদ্ভাবনী চিন্তা দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, শিক্ষার্থীদের মাঝে আদর্শ শিক্ষা বিস্তারে শিক্ষকদের আদর্শ শিক্ষক হতে হবে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে রংপুর জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের সাথে মানসম্মত শিক্ষা অর্জনে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবীর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রংপুর বিভাগের উপ-পরিচালক আখতারুজ্জামানসহ সরকারের শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও রংপুর জেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও প্রতিনিধিবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1121806997384278897

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item