রংপুরে খলেয়া ইউনিয়নে তারুণ্যর অহংকার পল্লী বন্ধুর আস্থাভাজন লাভলু

হাজী মারুফ:
রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে । জাতীয়পার্টির দখলে ছিল এই ইউনিয়নটি ।এবার উপ-নির্বাচনে তারুণ্যর অহংকার খলেয়া যুব সমাজের অহংকার পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের আস্থাভাজন জাতিীয়পাটির মহাসচিব আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা এমপির দায়িত্বশীল ব্যাক্তি সিরাজুল ইসলাম লাভলু এবার লাঙ্গল প্রতীক নিয়ে উপ-নির্বাচনে নির্বাচন করবেন । লাভলু এরশাদ সাহেব অসুস্থ্য তাই বিভিন্ন মসজিদে তার জন্য দোয়া করান হয় খলেয়ার বিভিন্ন মসজিদে ।বিগত প্রাপ্ত তথ্য জানা গেছে  সিরাজুল ইসলাম লাভলু গত নির্বাচনে স্বত্রন্ত প্রাথী হিসেবে মটরসাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ১শত ৩৮ ভোট পান । জাতীয়পাটির প্রাথী ফারুক সাহেবের কাছে ১ হাজার ভোটেরে ব্যবধানে পরাজিত হন  লাভলু । সে সময় আওয়ামীলীগ সমর্থিত প্রাথী ৩৪০০ ভোট পেয়ে ৩য় স্থান লাভ করেন। । খলেয়ার নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে প্রতিটি বাজার চায়ের দোকানগুলোতে । আলোচনায় উঠে এসেছে লাভলু নাম কারন জাতীয় পাটির সাবেক চেয়ারম্যান ফারুক লাভলুকে পুণ সমথন করেছেন এবং নির্বাচনে লাভলুর জন্য জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের জন্য নির্বাচনে সাধারণ জনগণের কাছে আমরা যাব তার চেয়ে বড় কথা এটা জাতীয়পার্টির ঘার্টি নির্বাচনে কোন ধরণের কারচুপি না হলে লাঙ্গলের বিজয় নিশ্চিত হবে । এদিকে আজ রবিবার সরকার দলীয় প্রাথী মোওালেব মাষ্টারের মনোনয়ন বৈধ্য ঘোষণা করেছেন । এদিকে খলেয়া তৃণমুল আওয়ামীলীগের নেতা-কর্মীরা বলেন এর আগে ফারুক চেয়ারম্যানকে পরাজিত করে তোফা আওয়ামীলীগের চেয়ারম্যান ছিলেন আমরা মনে করি যে খলেয়া আওয়ামীলীগের ঘার্টি ।


পুরোনো সংবাদ

রংপুর 8614618726398816976

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item