পাগলাপীরে শিল্পপতি মফিজল জর্দ্দার অর্থায়নে বেহাল ভগ্নদশা সড়ক সংস্কার

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর প্রতিনিধিঃ রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোকুলপুুর গান্ডারপাড়ায় জনৈক শিল্পপতির অর্থায়নে ও গ্রামবাসীর সহযোগিতায় পাকার মাথার মোড় আওয়ামীলীগ নেতা খোকনের বাড়ির সামন হতে ভাই বোন গার্মেন্টর্সের প্রোপাইটার লাল মিয়ার বাড়ির পিছন পর্যন্ত আড়াই হাজার ফিট একটি খাল খন্দক ভরপুর বেহাল ভগ্নদশা চলাফেরার জন্য অনুুপযোগী সড়কটি সংস্কার করা হয়েছে। গত ১১ হতে ১৩ জুলাই পর্যন্ত টানা ৩ দিন ধরে অত্র গ্রামের বাসিন্দা মায়ের দোয়া লেমনপুরী জর্দ্দা কোম্পানীর এমডি, সিয়াম লাইব্রেরী এন্ড কসমেটিকস স্টোরের ব্যবস্থাপনা পরিচালক  ও হরিদেবপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক শিক্ষানুরাগী মোঃ মফিজল ইসলাম জর্দ্দার অর্থায়নে এবং গ্রামবাসীর সহযোগিতায় ইট, বালু, খোয়া, ডাষ্ট দিয়ে উক্ত বেহাল ভগ্নদশা সড়কটি সংস্কার করা হল। তবে সড়কের শেষ প্রান্ত আলু ব্যবসায়ী মজিদের বাড়ি হতে গার্মেন্টস ব্যবসায়ী লাল মিয়ার বাড়ির পিছনের অংশটি পর্যায়ক্রমে সংস্কার করা হবে। জানা গেছে পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্তভূর্ক্ত গোকুলপুর গান্ডারপাড়া একটি জনবহুল গ্রাম। উক্ত গ্রামের মানুষজনের চলাচল পথ পানবাজার লাহিড়ীরহাট সড়কের আবুল মেম্বারের গোডাউন বাড়ির সামন হতে গান্ডারপাড়া জামে মসজিদ হতে আতিয়ার ঢাঙ্গার বাড়ির সামন দিয়ে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের ব্র্যাক অফিসের সামন পর্যন্ত সড়কটি। উক্ত সড়কের আবুল মেম্বারের গোডাউন বাড়ির সামন হতে গান্ডারপাড়ার বাসিন্দা আওয়ামীলীগ নেতা বাবুলের বাড়ির সামন পর্যন্ত ইট দিয়ে সড়ক পাকাকরন করা হলেও সড়কের পূর্ব দক্ষিণ অংশ আওয়ামীলীগ নেতা খোকনের বাড়ির সামন হতে লাল মিয়ার বাড়ির পিছন হতে আতিয়ার ঢাঙ্গার বাড়ির সামন দিয়ে ব্র্যাক অফিসের ইট দিয়ে পাকাকরন করা হয়নি। ফলে উক্ত সড়কটির পাকাকরনের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে খাল খন্দক ভরপুর হয়ে পড়ায় সামান্য বৃষ্টিপাতে হাটুপানি, জলাশয় সৃষ্টি, কোথাও কাদাপানি একাকারে পরিণত হয়ে মানুষজনের চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। বিশেষ করে বর্ষা ভরা মৌসুমে সামান্য বৃষ্টিপাতে সড়কটির বিভিন্ন স্থানে কাদাপানি বেহাল ভগ্নদশা হয়ে পড়ায় গ্রামের মানুষজনের জীবনযাত্রা দুর্ভিসহ করে তুলেছে। স্বরজমিনে গান্ডারপাড়া গ্রামের বাসিন্দা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, লাল মিয়া, জাতীয় পার্টির নেতা বাবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান ঢাঙ্গা ও আব্দুল হাই অভিযোগ করে বলেন বর্তমান হরিদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ও শিল্পপতি সমাজসেবক মফিজল ইসলাম জর্দ্দা দু’জনে একে অপরের নির্বাচনী প্রতিদন্ধি। গত ইউপি নির্বাচনে দু’জনেই অংশগ্রহন করে জয়লাভ করেন ইকবাল হোসেন। আগামী ইউপি নির্বাচনে দু’জনে চেয়ারম্যান পদে অংশগ্রহন করবেন বলে ইতিমধ্যে প্রার্থীরা ঘোষণা করেছেন। তাই নির্বাচনী প্রতিদন্ধির প্রতিহিংসায় জড়িয়ে চেয়ারম্যান ইকবাল হোসেন গান্ডারপাড়া উক্ত সড়কের বাকি কাজটুকু পাকা করেন নি। চেয়ারম্যানের প্রতিহিংসা বিমাতা সুলভ আচরনের কারনে গ্রামে নিরীহ মানুষজনকে উক্ত সড়কের বেহাল ভগ্নদশার কবলে চলাফেরা করতে হচ্ছে বলে তারা জানান। তাই গ্রামবাসীকে দূযোর্গ দূভোর্গের কবল থেকে রক্ষার জন্য বিশিষ্ট শিল্পপতি চেয়ারম্যান প্রার্থী মফিজল ইসলাম তার অর্থায়নে ও গ্রামবাসীর সহযোগিতায় সংস্কার করা হয় উক্ত বেহাল ভগ্নদশা সড়কটি।

পুরোনো সংবাদ

রংপুর 941207841240221888

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item