গঙ্গাচড়ায় গুজব বন্ধে প্রশাসনের পাশাপাশি অটোচালক সুমনের প্রচারণা

সফিয়ার কাজল,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের পাশাপাশি ছেলেধরা গুজব বন্ধে প্রচারণা করেছেন অটোচালক আব্দুল্লাহ্ আল সুমন।
সে দীর্ঘদিন থেকে সড়ক দূর্ঘটনা রোধে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারসহ সকল জনসাধারনের মাঝে সচেতনতা মূলক নির্দেশনা মেনে চলার আহবান করছেন। সম্প্রতি পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে যা একটি গুজব বলে ভাইরাসের মত ছড়িয়ে পড়ছে। গুজব বন্ধে, গত শনিবার সকালে উপজেলার স্বনামধন্য গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সুমনের ব্যক্তিগত উদ্যোগে এ ব্যক্তিক্রমী প্রচারণা করেন। প্রচারণাকালে সে শিক্ষার্থীদের ছেলেধরা গুজবে কর্ণপাত না করে নির্ভয়ে বিদ্যালয়ে আসার অনুরোধ জানিয়ে সড়ক দুর্ঘটনা রোধ করতে তাদেরকে সচেতনভাবে পথ চলার উপদেশ দেন। এছাড়াও সে নিজের লেখা ছেলেধরা গুজব বন্ধ ও সড়ক দূর্ঘটনা রোধে করণীয় বিষয়ে লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার এস.আই আব্দুল ওহাব, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ। বাল্যবিয়ে, ইভটিজিংসহ কোন শিক্ষার্থী হয়রানীর শিকার এবং কোথাও ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি না দিয়ে মডেল থানায় যোগাযোগ অথবা ৯৯৯-এ কল দেয়ার জন্য আহবান জানান গঙ্গাচড়া মডেল থানার এস.আই আব্দুল ওহাব।

পুরোনো সংবাদ

রংপুর 2414175457716409749

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item