পাগলাপীরে ড্রেনের স্লাপ ভেঙ্গে ময়লা পানি আর্বজনা রাস্তায়, দূর্গন্ধ ছড়ানোয় পরিবেশ হুমকির সম্মুখীন

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর প্রতিনিধি ঃ রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে ডালিয়া বুড়িমারী সড়কে ড্রেনের বিভিন্ন স্থানে স্লাফ ভেঙ্গে ব্যবহৃত পানি নিস্কাশন বন্ধ হয়েছে। এর ফলে ময়লা আবর্জনা পানি সড়কে গড়িয়ে জলাশয় সৃষ্টি হয়ে পচা দূগর্ন্ধ ছড়ানোয় পরিবেশ হুমকির সম্মুখীন হয়ে পরায় শিক্ষার্থী পথচারী বিভিন্ন যানবাহনের মালিক চালক যাত্রী সহ বিভিন্ন ব্যবসায়ী মহলকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। বিশেষ করে পাগলাপীর বন্দরের ডালিয়া বুড়িমারী সড়কের দু’ধারে গড়ে উঠা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক কর্মচারী এবং বিভিন্ন প্রান্তগামী রিক্সা ভ্যান অটো সিএনজির মালিক চালক যাত্রীদের দুর্বিসহ করে তুলেছে। জানা গেছে পাগলাপীর বন্দরের ডালিয়া বুড়িমারী সড়কের দক্ষিন পাশে উদয়ন ফার্মেসীর সামন হতে আলহাজ্ব রুপালী বেগমের গোডাউন বাড়ি পর্যন্ত প্রায় ১ হাজার ফিট ড্রেনটির বিভিন্ন স্থানে স্লাপ ভেঙ্গে পানি নিস্কাশন বন্ধ হয়েছে। এর ফলে হোটেল রেস্তোরা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবহৃত ময়লা আর্বজনা পানি ড্রেন উচলিয়ে কোথাও কোথাও ড্রেন ফুঠা হয়ে পানি সড়কে গড়িয়ে নানা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জলাশয় সৃষ্টি কোথাও কাদাপানি একাকারে পরিণত হয়ে সেখানে ছড়াচ্ছেন পচা দূর্গন্ধ। এর পর মাগুড়া, বড়ভিটা, কিশোরগঞ্জ, নীলফামারী, দেবীগঞ্চ, পঞ্চগড়, জলঢাকা, ডালিয়া, বুড়িমারী সহ বিভিন্ন প্রান্তগামী শত শত নানা যানবাহনের চাকায় পিষ্ট হওয়া পচা দূর্গন্ধ ছড়িয়ে ছিটিয়ে পড়ে পরিবেশ হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। এছাড়াও এইসব পচা দূর্গন্ধময়ের মধ্য দিয়ে শিক্ষার নগরী পাগলাপীর বন্দরের ডালিয়া সড়কে চলাচলরত শিক্ষার্থী পথচারী সহ ভূক্তভোগী সাধারন মানুষজন স্বাীকার হচ্ছেন প্রতিনিয়ত চরম দূভোর্গে। স্বরজমিনে পাগলাপীর বন্দরের ডালিয়া সড়কের হোটেল রেস্তোরা ব্যবসায়ী মোঃ শিমুল মিয়া, দীনেশ রাউৎ, দীপক কুমার সরকার, ব্যবসায়ী নেতা শাকিল মিয়া অভিযোগ করে বলেন ড্রেনটির বিভিন্ন স্থানে স্লাপ ভেঙ্গে যাওয়ার কারনে ব্যবহৃত ময়লা আর্বজনা পানি নিস্কাশন বন্ধ হয়েছে। ফলে উক্ত ড্রেনটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আমরা এলাকার চেয়ারম্যান মেম্বারদের বিষয়টি অবহিত করেও কোন প্রতিকার পাচ্ছি না। গালামাল ব্যবসায়ী জাহাঙ্গীর, সার ব্যবসায়ী কেশব, হোমিও চিকিৎসক প্রদীপ কুমার সহ উক্ত ডালিয়া সড়কের বিভিন্ন ব্যবসায়ী মহল ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা সরকারকে যথারীতি ভ্যাট ট্যাক্স কর সহ নানান অর্থ প্রদান করে আসছি। অথচ রাজধানী ঢাকা, বিভাগীয় শহর সহ দেশের বিভিন্ন জেলা পৌরশহরগুলোর ব্যবসায়ীরা মহলরা সরকারের কাছ থেকে নানান সময় নানান সুযোগ সুবিধা পেয়ে থাকলেও আমরা তার কোনটাই সুযোগ সুবিধা পাচ্ছি না। বরং ড্রেনটি বেহাল ভগ্নদশা ও ব্যবহৃত ময়লা আর্বজনা পানির পচা দূর্গন্ধের কারনে ক্রেতা সংকটে ব্যবসা-বানিজ্যে নেমে এসেছে চরম অস্থিরতা। এ অবস্থা চলতে থাকলে আমাদের ব্যবসা বানিজ্য ছেড়ে হাত পা গুটিয়ে থাকতে হবে, নয়তোবা অন্য কোন পেশায় জড়িয়ে বাচাতে হবে পরিবার পরিজনকে। পান সিগারেট ব্যবসায়ী রজব আলী সহ বিভিন্ন ব্যবসায়ী মহল বলেন ড্রেনের স্লাপ ভেঙ্গে যাওয়ার কারনে ডালিয়া সড়কে যে পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে, তাতে মনে হয় আমরা জীবনে খুব বড় ধরনের পাপ প্রাশ্চিত্য করেছি সেজন্য আমাদের প্রতি সরকার ও তার প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বিমাতা সুলভ আচরন করছেন। সাম্প্রতি পাগলাপীর বন্দরের গোলচত্ত্বরে দোকানপাট উচ্ছেদের পর উক্ত স্থানে পরিদর্শনে আসেন রংপুর সড়ক ও জনপথ বিভাগের এক্সসিয়ান। এ সময় সাংবাদিক হাবিবুর রহমান সেলিমের নেতৃত্বে পাগলাপীর প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উক্ত ডালিয়া বুড়িমারী সড়কের পানি নিস্কাশনের ড্রেনের বেহাল ভগ্নদশা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানান। সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন উক্ত ড্রেনটি ডালিয়া বুড়িমারী ও জলঢাকা যাওয়া আসার পথে কয়েকদফা ইতিপূর্বে পরিদর্শন করা হয়েছে। কাজে আর নতুন কোন পরিদর্শন করতে হবে না। তাই আপনারা যদি পারেন এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে আমাদের সড়ক ও জনপথ বিভাগের অফিসে পাঠিয়ে দিবেন। চেয়ারম্যান মহোদয় যোগাযোগ করলে তার সঙ্গে আলোচনা করে পাগলাপীর বাসীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে উক্ত ড্রেনটির সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগের রংপুরের এক্সসিয়ানের প্রতিশ্রুতি অনুযায়ী অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন এর সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিককে বলেন ভাই এখন রমজান মাস চলছে, তাই ঈদের পর উক্ত ড্রেন পরিদর্শন করে সড়ক ও জনপথ বিভাগ রংপুর অফিসে গিয়ে এক্সসিয়ানের সঙ্গে সৌজন্য মূলক সাক্ষাত করে ড্রেনটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। চেয়ারম্যান মহোদয়ের কথা দেওয়ার এবং পবিত্র ঈদুল ফিতর উৎসবে ৪ সপ্তাহ অতিবাহিত হলেও আজও পর্যন্ত ড্রেনটি সংস্কারের লক্ষ্যে পরিদর্শনে আসেননি তিনি। ফলে এ নিয়ে ডালিয়া সড়কের বিভিন্ন ব্যবসায়ী মহল সহ সাধারন মানুষজনের মাঝে বিরাজ করছে চাপাক্ষোভ এবং অত্র ইউপি’র চেয়ারম্যানের দায়িত্বহীনতার কারনে তার ভাবমূর্তি নিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পাগলাপীর বন্দরের ডালিয়া সড়কের চলাচলরত শিক্ষার্থী পথচারী বিভিন্ন যানবাহনের মালিক চালক যাত্রী, বিভিন্ন ব্যবসায়ী মহল সহ সচেতন মহল উক্ত ডালিয়া সড়কের উক্ত ড্রেনের স্লাপ ভেঙ্গে বেহাল ভগ্নদশাগুলো অভিলম্বে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি দাবী জানিয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 2654938673962550557

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item