রংপুর-ঢাকা মহাসড়ক থেকে ‘হাম’-‘পটহোল’ সরিয়ে লাগসই প্রযুক্তিতে সড়ক সংস্কার

মামুনুর রশিদ মেরাজুল রংপুর ব্যুরোঃ 
রংপুর-ঢাকা মহাসড়কে রংপুর-পীরগঞ্জ অংশের ৪২ কিলোমিটার সড়ক ‘লাগসই’ প্রযুক্তিতে সড়কটি সংস্কার করে টেকসই করা হচ্ছে। চলতি বর্ষাসহ আসছে ঈদে সড়কটি যান চলাচল উপযোগি রাখতে রংপুর সড়ক ও জনপথ (সওজ) ওই প্রযুক্তি ব্যবহার করে কাজ করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বিগত ১৯৯১ সালে ‘সড়ক পূনর্বাসন প্রকল্প-৩’ এর (আর.আর.এম.পি-৩) আওতায় ২৫ বছর মেয়াদ দিয়ে রংপুর-ঢাকা মহাসড়কটি নির্মান করা হয়েছিল। সড়কটির টেকসইয়ের মেয়াদও শেষ হয়েছে প্রায় ৫ বছর আগে। ফলে সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে গর্ত, কোথাও কোথাও ফুলে-ফেঁপে উচু হয়ে উঠেছে। সওজ’র ভাষায় উচু অংশকে ‘হাম’ আর গর্তগুলোকে ‘পটহোল’ বলা হয়। এগুলোর কারণে প্রায়শই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। সড়কটি চলাচলের যোগ্য রাখতে সংস্কারও চলছে। কিন্তু কোনভাবেই হাম-পটহোল সরানো যাচ্ছে না। এ ছাড়াও অধিক ওজনের মালবাহী যানবাহন, অতিরিক্ত যানবাহন চলাচল করায় সড়কটি অচল হয়ে পড়ে। গত বছর রংপুর সওজ কর্তৃপক্ষ সড়কে নির্বিঘœ যান  চলাচল ও দুর্ঘটনারোধে ‘লাগসই’ প্রযুক্তির ব্যবহার করে। যখন যা প্রয়োজন, তা করাই হলো ‘লাগসই’। আর এ প্রযুক্তিতে সড়কও টেকসই হয়ে থাকে।
সুত্র জানায়, রংপুর থেকে পীরগঞ্জ সীমানার চাম্পাগঞ্জ পর্যন্ত ৪২ কি.মি সড়কের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচলে ব্যাঘাতের কারণে দুর্ঘটনা ঘটে। আর এ থেকে রেহাই পেতে লাগসই প্রযুক্তিতে সড়কের পুর্বের কার্পেটিংসহ পাকা অংশ তুলে বিটুমিন মিশ্রিত পাথর মেশিনে ভেঙ্গে সড়কে দিয়ে রোলারিং করা হয়। তার উপরে নির্দিষ্ট মাপের নতুন করে কার্পেটিং করে নতুনের আদলে সড়ক নির্মান করা হচ্ছে। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ‘মেসার্স রানা বিল্ডার্স’ পীরগঞ্জের অংশে ৫ কি.মি ৭’শ মিটার এবং ১৮ কোটি টাকা ব্যয়ে ১৮ কি.মি ৭’শ মিটার মেসার্স তাজ মঞ্জিল নামের ঠিকাদারী প্রতিষ্ঠান লাগসই প্রযুক্তিতে কাজ করছে বলে জানা গেছে। ইতিমধ্যেই মহাসড়কের গাইবান্ধার সাদুল্লাপুর থেকে রংপুর মডার্ন মোড় পর্যন্ত সংস্কার শেষের দিকে। ফলাফলও ভাল বলে জানা গেছে। রংপুর সওজ’র উপবিভাগীয় প্রকৌশলী মোঃ ফিরোজ আকতার বলেন, লাগসই প্রযুক্তি ব্যবহার করে ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে। সড়কও বেশ মসৃন হয়েছে। নির্বাহী প্রকৌশলী এ,কে,এম শফিকুজ্জামান বলেন, রংপুর-ঢাকা মহাসড়কটি চার লেনে উন্নীত হতে আরও সময় লাগতে পারে। সে জন্য যানবাহন চলাচল নির্বিঘœ রাখতে রংপুর থেকে পীরগঞ্জ পর্যন্ত ৪২ কি.মি সড়কে লাগসই প্রযুক্তিতে সংস্কার কাজ শেষের দিকে। এতে সড়ক দুর্ঘটনাও কমেছে।

পুরোনো সংবাদ

রংপুর 15917567288696669

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item