রংপুরে জিহাদী ও ছাত্র শিবিরের বই সহ ৩ শিবির কর্মি গ্রেফতার

হাজী মারুফ-রংপুরের তাজহাট আদর্শপাড়া ক্লাসিক ছাত্রাবাস থেকে জিহাদী ও ছাত্র শিবিরের অসংখ্য বই উদ্ধার সহ ৩ জন ছাত্র শিবির কর্মিকে গ্রেফতার করেছেন মোট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। গতকাল বুধবার তাজহাট থানায় এক প্রেসব্রিফিং এর মাধম্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, সহকারি পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)মো. জমির উদ্দিন, মেট্রোপলিটন তাজহাট থানার অফিসার ইনচার্জ শেখ রোকোনুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানার সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় অত্র থানাধীন তাজহাট আদর্শপাড়াস্থ ক্লাসিক ছাত্রাবাসের মধ্যে শিবিরের নেতাকর্মীরা অন্তর্ঘাত মুলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা এবং সরকারের ভাবমূতি ক্ষুন্ন করার জন্য ঘটনাস্থলে সমবেত হইয়া গোপন পরিকল্পনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত ৩ জন ছাত্র শিবির কর্মি মো. গোলাম সারোয়ার  বুলেট (২৩) পিতা-মো. আলম মিয়া, সাং-দুলাল ১২নং ইউনিয়ন কঞ্চিবাড়ি থানা-সুন্দরগঞ্জ জেলা-গাইবান্ধা । মো. মাসুম পারভেজ (২০) পিতা-মৃত নূর ইসলাম সাং-চাঁন্দামারি থানা-গঙ্গাচড়া জেলা-রংপুর । মো, হামিদ আলী (২০) পিতা-মো. মকরব আলী সাং-দেওয়ানডাঙ্গা থানা-দেবীগঞ্জ জেলা-পঞ্চগড় দয়কে গ্রেফতার করা হয় এবং তাদের সঙ্গে থাকা জিহাদী ও ছাত্র শিবিরের অসংখ্য বই উদ্ধার করা হয়। উক্ত আসামীরা রাষ্ট্রের ক্ষতি সাধন (ধ্বংসাত্বক কার্যক্রম) তথা রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীলতা করার জন্য অন্তর্ঘাত মুলক কার্যক্রম পরিচালনা পরিকল্পনা করার লক্ষ্যে সমবেত হইয়াছিল। এই সংক্রান্তে তাজহাট থানার মামলা নং-১৮ তাং-১৭/০৭/১৯ তারিখ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) রুজু করা হয়েছে।
তাদের কাছে হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত (ক) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাথী সিলেবাস ০৫ পাতা (খ) থানা/সাথী/শাখা/ওয়ার্ড/ইউনিয়নের রিপোর্ট ৪০ পাতা (গ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ব্যক্তিগত প্রতিবেদন ১৮ পাতা (ঘ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্মী সাথী প্রার্থী বায়োডাটা ফরম ২২ পাতা (ঙ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ষাম্মাসিক রিপোর্ট-২০১৯ এর রিপোর্ট ২০ পাতা (চ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর মহানগরী কর্তৃক প্রকাশিত ও প্রচারিত ” রক্তে ভেজা রংপুর” বই ০৩ টি (ছ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্ম পদ্ধতি বই ০২ টি, সংবিধান ০২ টি (জ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক প্রকাশিত আমারা কি চাই কেন চাই কিভাবে চাই বই ০৫ টি (ঝ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক প্রকাশিত এসো আলো পথে ১০ টি (ঞ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক প্রকাশিত মুক্তির পয়গাম ০১ টি (ট) অধ্যাপক গোলাম আজম এর জীবননামা ০১ কপি, বাংলাদেশ আর্দশ লড়াই ০১ টি (ঠ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্যক্তিগত ডায়েরী ০১ টি (ড) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থক ফরম ১০ টি (ঢ) মোটা কভারের রেজিষ্টার খাতা ০২ টি, যাহার ভিতরের পাতায় বিভিন্ন লোকের নাম লেখা (ণ) সাইয়েদ আবুল আলা মাউদুদী কর্তৃক লেখা ঈমানের হাকিকত বই ০৪ টি, জাকাতের হাকিকত বই ০১ টি, ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয় ০১ টি বই উদ্ধার করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 4198660746800596125

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item