রংপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

হাজী মারুফঃ রংপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সাকাল ১০ টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে এ উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে রংপুর সদর হাসপতাল সংলগ্ন সিভিলসার্জন মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় পরিচালন(যুগ্ন সচিব) মো. মাহবুব আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন (ভারপ্রাপ্ত) রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ মোস্তফা খালেদ আহমদ, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সাফিয়া খানম, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরাফাত রহমান, রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ আবু মো. জাকিরুল ইসলাম, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায়  রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববিকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট চেয়াম্যানের ক্রেষ্ট প্রদান করেন। পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় গংগাচড়া উপজেলার মর্নেয়া ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদকে জেলা পর্যায়ে শ্রেষ্ট চেয়াম্যানের ক্রেষ্ট প্রদান করেন। পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায়  রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানকে  উপজেলা পর্যায়ে শ্রেষ্ট চেয়াম্যানের ক্রেষ্ট প্রদান করেন। এছাড়া বিভিন্ন পর্যায়ে ডাক্তার ও সেবা কর্মিদের পুরস্কার প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 434176225274865560

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item