নীলফামারীতে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী॥ নানান কর্মসুচির মধ্যে দিয়ে নীলফামারীতে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালন করা হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অংশ নেয় সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
বেলা সাড়ে ১২টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।  বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মো. আতিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবুল কাশেম আযাদ, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আফরোজা বেগম প্রমুখ। এদিকে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্য্যালয় চত্বরে দিন ব্যাপী উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনীতে ১১ টি সরকারী দপ্তর অংশ নেয়।#

পুরোনো সংবাদ

নীলফামারী 3095789952439608038

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item