জলঢাকায় এমপি রানার বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও খাদ্য বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় অতি সম্প্রতি অবিরাম বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আক্রান্ত শৌলমারি ইউনিয়নের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যাকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার প্যাকেট বিতরন করেছে স্থানীয় সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ)। বুধবার দুপুরে উপজেলার শৌলমারি ইউনিয়নের সোহাগ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ শত বন্যাকবলিত মানুষের মাঝে ৩ শত প্যাকেট রান্না করা খাবার বিতরন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি আনছার আলী মিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, পৌর আ'লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু,  শৌলমারির ইউপি চেয়ারম্যান প্রানজিৎ রায় পলাশ, কৈমারী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের ও উত্তর কাজিরহাট বালিকা মাদরাসা ও এতিমখানার পরিচালক ডাঃ আনোয়ার প্রমুখ। এসময় এমপি বন্যার্তদের খোজখবর নেন এবং সবধরনের সহযোগীতা করতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন। দাতা সংস্থা ইয়ার্ডেমিলি বাংলাদেশের সহযোগীতায় উপজেলা প্রশাসন এসব খাদ্য বিতরন করে। ত্রান বিতরনের সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আ'লীগ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8751709942516662613

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item