জলঢাকায় রাস্তা ও ড্রেন নির্মান কাজের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় ১ কিলোমিটার রাস্তা ও ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
 বৃহস্পতিবার দুপুরে উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী জিরোপয়েন্ট মোড় থেকে উপজেলা কমপ্লেক্স হয়ে আউলিয়াখানার দোলা পর্যন্ত এই রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি মেজর রানা মোহাম্মদ সোহেল। জলঢাকা পৌরসভার উদ্দ্যোগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে এ কাজের উদ্বোধন করা হয়। এতে ব্যয় হবে ৪ কোটি ২৯ লক্ষ ৬৫ হাজার ৮ শত ৯৭ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খায়রুল কবির রানা কাজটি বাস্তবায়ন করবে। উদ্বোধন উপলক্ষে জিরোপয়েন্ট মোড়ে পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনছার আলী মিন্টু,  জাতীয় পার্টি নেতা আলহাজ্ব শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী, পৌর আ'লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা জাতীয়পাটির সাধারন সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জু, জাপা নেতা দবীর হুদা, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, রবিউল ইসলাম লিপন, উপজেলা যুবলীেগের আহ্বায়ক সারোয়ার হোসেন সাদের, শ্রমিকলীগ নেতা শাহিনুর রহমান, সচিব আশরাফুজ্জামান, প্যানেল মেয়র রুহুল আল আমিন, কাউন্সিলর ফজলুর রহমান, জিয়াউর রহমান, রহমত আলী, হিসাবরক্ষক আওলাদ হোসেন, ছাত্রসমাজ নেতা সোহাগ, শান্ত প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন রউফুল আলম, এমপি মেজর রানা মোহাম্মদ সোহেল বলেন, সরকারে থেকে পৌরসভা ও উপজেলার উন্নয়নে সবসময় নিজেকে নিয়োজিত রাখব। এছাড়াও তিনি দুর্নীতির উর্ধ্বে উঠে সকলকে কাজ করার আহবান জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 6500826265235195601

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item