সুন্দরগঞ্জে মাদক কারবারীকে গণধোলাই

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাহাঙ্গীর আলম (৩৬) নামে এক মাদক কারবারীকে গণধোলাই দিয়েছেন স্থানীয় জনতা।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকালে উপজেলার পাঁচপীর-সীচাবাজারগামী পাকা সড়কে অবস্থিত চন্ডিপুর ইউনিয়নের কামারপাড়া (চোকলখোরের মোড়) নামক স্থানে মোটর-সাইকেলযোগে বরাবরের ন্যায় মাদকদ্রব্য (গাঁজা) পাঁচারকালে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারীকে আটক করে গণধোলাই দেন স্থানীয় জনতা। মাদক কারবারী জাহাঙ্গীর আলম উক্ত ইউনিয়নের পুর্বসীচা গ্রামের মৃত খবির উদ্দিনের পুত্র। এসময় জাহাঙ্গীর আলম কোন রকমে ছাড়া পেয়ে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে। জাহাঙ্গীর আলম তার স্ত্রীসহ দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের কারবার চালিয়ে আসছিল। এরই একপর্যায়ে গাঁজা বিক্রির সময় গাঁজা ও নগদ টাকাসহ জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীকে গ্রেফতার পুর্বক সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে স্বামী-স্ত্রীদ্বয়কে আদালতে প্রেরণ করেন থানা পুলিশ (জিআর মামলা নং- ৪৭৭, তাং- ২৪-১০-২০১৮ইং)। এ মামলায় জামিন পেয়ে নির্বিঘেœই পুর্বের ন্যায় স্ত্রীসহ জাহাঙ্গীর আলম এ ব্যবসা চালিয়ে আসছে। এছাড়া জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে কয়েক দফা মোবাইলফোণে কথা হলে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মামলার বিষয় ও গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার বিষয় নিশ্চিত করেন। কামারপাড়াস্থ দোকানদার আব্দুস সালাম, শরিফুল ইসলামসহ প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের ব্যবসা ছাড়াও বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে লিপ্ত থাকে। ফলে তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। ঘটনার দিন ও সময়ে মোটর-সাইকেলযোগে মাদকদ্রব্য পাঁচারকালে স্থানীয়রা টের পেয়ে তাকে আটক করে গণধোলাই দেন। এঘটনায় জাহাঙ্গীর আলম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 3664608114157593045

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item