সুন্দরগঞ্জে মহাদেব মুর্তি ভাংচুরের অভিযোগ

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে মহাদেব (শিব) মুর্তি ভাংচুরের অভিযোগে অজ্ঞাত নামা চোরদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলা তারাপুর ইউনিয়নের নাচনী ঘগোয়া গ্রামের নির্মলেন্দু চন্দ্র মোদক ওরফে জগদীশের পারিবারি শিব মন্দিরে থাকা একটি মহাদেব (শিব) মুর্তি কে বা কারা ভেঙ্গে রেখে যায়। এ ঘটনায় জগদীশের পুত্র পুর্ণ চন্দ্র মোদক থানায় একটি মামলা দায়ের করেন। বাদী তার আর্জি বর্ণিত অভিযোগে উল্লেখ করেন ঘটনার রাতে তার ঘর থেকে স্কাইভিউ এলিডি টিভি দুইটি মোবাইলফোণ চুরি যায়। এছাড়া বাড়ির বাইরে আঙ্গিনার মন্দিরে থাকা মহাদেব (শিব) মুর্তির মাথাসহ বিভিন্ন স্থানে ভাংচুর করে ফেলে রেখে গেছে অজ্ঞাতনামা চোরেরা। এঘটনায় থানায় মামলা অভিযোগ করলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলার বাদী পুর্ণ চন্দ্র মোদক জানান, এব্যাপারে পরের দিন অজ্ঞাত নামা চোরদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করি। বিষয়টি জানতে পেয়ে রবিবার বিকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের গাইবান্ধা জেলা আহবায়ক শ্যামল কুমার দাস, উপজেলা কমিটির আহবায়ক পবন কুমার দাস সদস্য সচিব থীরাজ চন্দ্র মোদক, সদস্য অনীল চন্দ্র মহন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় শ্যামল কুমার দাস অবিলম্বে মুর্তি ভাংচুরের সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদেরকে গ্রেফতারের দাবী জানান।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 1509837405413691741

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item