ডোমারে বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম প্রামানিক এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক অংঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (৫জুলাই) রাত ২টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্না নিল্লাহি.....রাজিউন। শনিবার (৬জুলাই} বাদ যোহর পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া জামে মসজিদ মাঠে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা এবং মুক্তিযোদ্ধা মমান্ডের পক্ষে কমান্ডার নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন। তার জানাজায়, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাবেক কমান্ডার আব্দুল জব্বার, প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, উপজেলা বিএনপির আহবায়ক কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, শিক্ষাবিদ আবু সুফিয়ান লেবুসহ  রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। শহিদুল ইসলাম পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মজিবর রহমান প্রামানিকের ছেলে। মৃত্যু কালে তার বয়স ছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১পুত্র সন্তান, ২কন্যা সস্তান ও ৭জন নাতী নাতনীসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।  তার মৃত্যুতে ডোমার রিপোর্টার্স ইউনিটি পক্ষ থেকে সভাপতি আসাদুজ্জামান হিল্লোল সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7690086483865606667

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item