ডোমারে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর আয়োজিত বৃহস্পতিবার (১৮জুলাই) উপজেলা চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বার্হী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে বিআরডিপি’র প্রজেক্ট অফিসার বাবু অবনী মোহন রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা মৎস্য অফিসার শারমিন আখতার, শিক্ষাবীদ আবু সুফিয়ার লেবু, মৎস্য চাষী নাজমুল হক, জেলে শ্যামলাল প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী,মৎস্যজীবি, মৎস্য ব্যবসায়ী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ১৭জুলাই থেকে ২৩জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপী এ কর্মসূচি চলবে বলে কর্তৃপক্ষ জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 827187035923653907

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item