ডোমারে অপহরণ মামলার প্রধান আসামী ইমরান গ্রেফতার।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে অপহরণ মামলার প্রধান আসামী ইমরান কে গ্রেফতার করেছে ডোমার থানার পুলিশ।
মামলা সুত্রে জানাযায়, উপজেলার বামুনিয়া ইউনিয়নের মৌজা বামুনিয়ার মিস্ত্রি পাড়া গ্রামের সুলতান আলীর ছেলে ইমরান (২৫) একই এলাকার আব্দুল মজিদের কলেজ পড়–য়া ছাত্রী কে প্রায় সময় প্রেমের প্রস্তাব দিতো এবং তাকে রাস্তা ঘাটে উত্যাক্ত করতো। ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি না হওয়ায় ইমরান ও তার দলবল মিলে ২২জুলাই গভীর রাতে ছাত্রীকে তার নানার বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই ছাত্রীর পিতা আব্দুল মজিদ বাদী হয়ে ৭জনকে আসামী করে ডোমার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ০৭/৩০ ধারায় মামলা নং-১০, তারিখ-২৮/০৭/১৯ দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল লতিফ, এএসআই শাহিন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুলাই) রাতে মামলার প্রধান আসামী ইমরান কে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে মৌজা পাঙ্গা এলাকায় তার আত্নীয়ের বাড়ী থেকে গ্রেফতার করে এবং কলেজ ছাত্রীকে উদ্ধার করে। ডোমার থানার অফিসার ইনর্চাজ মোস্তাফিজার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারের ভিত্তিতে ভিক্টিমকে উদ্ধার ও ইমরানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 81435702091217370

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item