ডোমারে বোড়াগাড়ী ইউপি উপ-নির্বাচন শার্ন্তিপূর্ন ভাবে অনুষ্টিত

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-
ঃ নীলফামারীর ডোমারে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্টিত হয়েছে ।আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত  এ নির্বাচন অনুষ্টিত হয় ।
এ উপ- নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করছেন ।এরা হলেন উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম রিমুন  (নৌকা),  দিলীপ কুমার রায় ( মোটরসাইকেল),মতিরাম রায়  (ঘোড়া),সন্তোষ চন্দ্র অধিকারী ( চশমা), সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ( আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন ।
দলীয় প্রতীকে নির্বাচন হলেও আওয়ামীলীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ গ্রহন করেনি ।
পশ্চিম বোড়াগাড়ী ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা  সহকারী মৎস্য কর্মকর্তা শামসুল হক সকাল ১১ টায় প্রতিবেদককে জানান,এ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৫২৭ জন । তার মধ্যে ভোট পড়েছে ১২৭ টি।
দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়  কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা রাকিবুল ইসলাম  সকাল ১১ টা ৩০ মিনিটে জানান, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১২৯ জন । এ পযর্ন্ত ভোট পড়েছে ৩৮৩টি । ভোট পুল হওয়ার হার ১৮% ।
ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রহিম জানান, সকাল ৯ টা  থেকে বিকাল ৫ টা পযর্ন্ত বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্টিত হল । কোথাও এ পযর্ন্ত ( বিকাল ৫ টা ) অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।ভোট শান্তি পূর্নভাবে অনুষ্টিত হয়েছে ।মোট ভোটার হল ১৯ হাজার ৫ শত ৪৮ জন ।মহিলা ভোটার  ৯ হাজার ৬ শত ৪১ জন । পুরুষ ভোটার ৯ হাজার ৯ শত ৭ জন।
উল্লেখ্য, চলতি বছরের ১০ ই মার্চে ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ও  সংরক্ষিত  আসনের দিপালী রানী মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করায় পদ দুটি শুন্য হয় ।

পুরোনো সংবাদ

নীলফামারী 3601230799112898305

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item