ডোমার উপজেলার এইচএসসি পরীক্ষার বিস্তারিত ফলাফল

নিজস্ব প্রতিনিধি-এবারের (২০১৯ইং সাল) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) নীলফামারীর ডোমার উপজেলার ১০টি কলেজের মধ্যে পাশের হারে সেরা অবস্থানে রয়েছে ডোমার মহিলা কলেজ।প্রতিষ্ঠানটির পাশের হার  ৬৭.৭২।তবে প্রতিষ্ঠানটির জিপিএ ৫ প্রাপ্তর সংখ্যা শুন্য।দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলাহাটি সরকারি কলেজ।প্রতিষ্ঠানটির পাশের হার ৬৫.৯।জিপিএ  ৫ পেয়েছে ২ জন।উপজেলায় একাধিক জিপিএ প্রাপ্ত একমাত্র কলেজ এটি।এছাড়া গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও মিরজাগঞ্জ কলেজ থেকে ১ জন করে জিপিএ ৫ পেয়েছে।সেই হিসেবে পাশের হার সন্তোষজনক হলেও এবারের ফলাফলে উপজেলায়  জিপিএ ৫  প্রাপ্ত  শিক্ষার্থীর সংখ্যা খুবই কম।নিচে কলেজওয়ারী ফলাফল দেয়া হলো-
১২৪৮৩৬ - শামমারা বসিরন নেসা  স্কুল এবং কলেজ
ব্যবসায় শিক্ষা: ফেল= ১;
মানবিক: পাশ= ১; ফেল= ৪;
বিজ্ঞান: ফেল= ২;
পাশের হার-১২.৫৫

১২৪৮৩৮ - মটকপুর স্কুল ও কলেজ
মানবিক: পাশ= ১৭; ফেল= ৫৫;
পাশের হার-২৪.৬৪
১২৪৮৪৪ - চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ
ব্যবসায় শিক্ষা:: পাশ= ৩; ফেল= ১১;
মানবিক: পাশ= ৭৮; ফেল= ৬৭;
বিজ্ঞান: পাশ= ৬; ফেল= ১;
পাশের হার-৫২.৭৩
১২৪৮৪৭ - বাগডোকরা নিমোজখানা উচ্চ বিদ্যালয় ও কলেজ
ব্যবসায় শিক্ষা:: ফেল= ২;
মানবিক: পাশ= ১; ফেল= ৩০;
পাশের হার-৩.০৩
১২৪৮৭৬ - গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ
ব্যবসায় শিক্ষা:: পাশ= ১; ফেল= ৫;
মানবিক: পাশ= ২৭; ফেল= ৩৫; জিপিএ ৫-১,
পাশের হার-৪২.৪২

১২৪৮৯২ - ডোমার সরকারি কলেজ
ব্যবসায় শিক্ষা:: পাশ= ৫৭; ফেল= ৪১;
মানবিক: পাশ= ১৯৭; ফেল= ৮৭;
বিজ্ঞান: পাশ= ৩১; ফেল= ৩২;
পাশের হার-৬৪.৯২

১২৪৮৯৩ - চিলাহাটি সরকারি কলেজ

ব্যবসায় শিক্ষা:: পাশ= ৮; ফেল= ১২;
মানবিক: পাশ= ১২৭; ফেল= ৫৮;জিপিএ ৫=২
বিজ্ঞান: পাশ= ৮; ফেল= ৪;
পাশের হার-৬৫.৯

১২৪৮৯৪  গোমনাতী কলেজ
ব্যবসায় শিক্ষা:: পাশ= ২; ফেল= ৬;
মানবিক: পাশ= ৭৩; ফেল= ৬৯;
 বিজ্ঞান: পাশ= ১৫; ফেল= ৬;
পাশের হার-৫৩.২৫

১২৪৮৯৫  মিরজাগঞ্জ কলেজ
ব্যবসায় শিক্ষা:: পাশ= ১৪; ফেল= ১১;
মানবিক: পাশ= ১০০; ফেল= ৫২;জিপিএ ৫=১
বিজ্ঞান: পাশ= ১০; ফেল= ৮;
পাশের হার-৬৫.২৬


ডোমার মহিলা কলেজ
ব্যবসায় শিক্ষা:: পাশ= ৬; ফেল=৩০;
মানবিক: পাশ= ২৫৬; ফেল= ৯৯;জিপিএ ৫=১
বিজ্ঞান: পাশ= ১৭; ফেল= ৭;
পাশের হার-৬৭.৭২


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7333450567134970634

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item