দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের শিশু অধিকার ও নিরাপত্তা বিষয়ক দক্ষতা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥  শিশু’র সুরক্ষা ও অধিকার এবং নিরাপত্তা বিষয়কে সামনে রেখে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এবং পল্লীশ্রী’র বালুবাড়ীর সহযোগীতায় তাদের নিজস্ব মিলনায়তনে ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের পক্ষে ৩ দিনব্যাপী শিশু অধিকার ও নিরাপত্তা বিষয়ক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এপিসি ভারপ্রাপ্ত ম্যানেজার ম্যানুয়েল হাসদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম। প্রশিক্ষণ প্রদান করেন, পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার শামসুন নাহার, এইচ আর ম্যানেজার সুরাইয়া আক্তার, প্রকল্প সমন্বয়কারী শাহনাজ পারভীন, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু ও ভারপ্রাপ্ত ম্যানেজার দীনো দাস। ৩ দিনব্যাপী দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষনে দিনাজপুর সদর উপজেলার আওয়ালিয়াপুর ইউনিয়ন, চেহেল গাজী ইউনিয়ন, শেখপুরা ইউনিয়ন ও দিনাজপুর পৌর সভার মোট ২৫ জন গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় নেতা, যুবক-যুবতী অংশ গ্রহণ করে। প্রশিক্ষনে ৩দিন শিশু অধিকার সনদের মুলনীতি, শিশু অধিকার রক্ষায় জাতীয় উদ্দোগ, শিশু প্রতি সহিংসতা, নারী-পুরুষের প্রকৃতিক ও সামাজিক বৈশিষ্ট, সামাজিক দক্ষতা কাঠামোয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকের অবস্থান, জেন্ডার এবং মানবাধিকার, নারী নির্যাতনের ক্ষতিকারক দিক ও আইন, যৌতুক নিরোধ আইন, বালবিবাহ, যৌনহয়ারানি থেকে মুক্তি, বাংলাদেশের শিশু পরিস্থিতিসহ শিশু সুরক্ষায় করণীয় বিষয় নিয়ে প্রশিক্ষন দেওয়া হয়। 

পুরোনো সংবাদ

দিনাজপুর 2695631735925215973

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item