দিনাজপুরে করিমুল্লাপুর উচ্চ বিদ্যালয় ছাত্রীদের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতর

আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “কৈশোর কালে পর্যাপ্ত স্বাস্থ্যকর বৈচিত্রময় সুষম খাদ্য গ্রহণ মেটাবে শরীরের প্রতিদিনের পুষ্টি চাহিদা প্রয়োজন” এই শ্লোগানকে সামনে রেখে ওয়ান গোল ক্যাম্পেইন-২০১৯ উপলক্ষে করিমুল্লাপুর উচ্চ বিদ্যালয় ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
৩০ জুলাই মঙ্গলবার করিমুল্লপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, এপিসি ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন।  প্রধান শিক্ষক মোঃ সামিনুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ আহাম্মেদ শরীফ রুশো। স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার এর্ন্টিনা দাস। বক্তারা বলেন, শিশুদের পুষ্টিযুক্ত বৈচিত্রময় খাদ্য দিতে পারলে তাদের মেধার বিকাশ ঘটবে। অপুষ্টি রোধ করতে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রতিটি মেয়ে যাতে সুন্দরভাবে বেড়ে উঠে সে ব্যাপারে শিক্ষক এবং অভিভাবকদের সচেতন হতে হবে। আমাদের সন্তানদের দেশীও ফল খাওয়াতে হবে। মেয়েরা বর্তমানে সবকিছুতে এগিয়ে রয়েছে। শুধু খেলাধুলা নয় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক কর্মকান্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। মেয়েদের ফুটবল টুর্নামেন্ট শেষে নীল দল চ্যাম্পিয়ান এবং হলুদ দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4638568583716213750

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item