দিনাজপুরে ৯টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও অবস্থান ধর্মঘট

আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥ রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতাসহ পেনশন প্রথা এবং জন প্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবীতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচীর আওতায় দিনাজপুর জেলা কমিটি আয়োজিত দিনাজপুরের ৯টি পৌরসভা সহ সারা দেশে একযোগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করে।
২ জুলাই মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) রংপুর বিভাগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, জেলা কমিটর সাভাপতি রইচ উদ্দীন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ লাইছুর রহমান চৌধুরী, সেতাবগঞ্জ পৌরসভা কমিটির সভাপতি রইচ উদ্দীন মিয়া, সেক্রেটারী নুর ইসলাম মিলন, ফুলবাড়ী পৌরসভার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারী আব্দুর রশিদ, বিরামপুর পৌরসভার সভাপতি মনিরুজ্জামান, সেক্রেটারী মামুনুর রশিদ, হাকিমপুর পৌরসভারপুর সভাপতি সাইফুল আলম, সেক্রেটারী আফসার আলী, ঘোড়াঘাট পৌরসভার সভাপতি শাহাদাৎ হোসেন ও সেক্রেটারী ফজলে রাব্বী লিখন, পার্বতীপুর পৌরসবার সভাপতি মিনারুল ইসলাম, সেক্রেটারী মশিউর রহমান, বীরগঞ্জ পৌরসভার সভাপতি রুস্তম আলী, সেক্রেটারী হাবিবুর রহমান, বিরল পৌরসভার সভাপতি তাসরিফুল, সেক্রেটারী রাশেদ, সদর দিনাজপুর কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান, সেক্রেটারী মোঃ লাইসুর রহমান চৌধুরী। বক্তারা বলেন, মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রাণের দাবী মেনে নিন নইলে মুখে বিষ ঢেলে দিন। সারাদেশে ৩৫ হাজার পৌর কর্মকর্মা কর্মচারী মানবেতর জীবন যাপন করে আসছে। দেশের বিভিন্ন পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা ২ মাস থেকে ৫৮ মাস পর্যন্ত বেতন ভাতা বকেয়া থাকায় পরিবার পরিজন নিয়ে কষ্টে বেঁচে আছে। পৌরসভার আর্থিক অস্বচ্ছলতার কারণে তাদের বেতন ভাতা ও অবসরকালীন ভাতা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। সে কারণে সরকারি কোষাগার থেকে আমাদেরকে শতভাত বেতন ভাতা ও পেনশন প্রদান করে প্রমাণ করুন আপনি সত্যিই মানবতার মা। আপনার সামান্য দয়ায় সারা বাংলাদেশে ৩৫ হাজার পৌর কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বেঁচে যাবে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 7479870322965916231

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item