দিনাজপুরে রোটারি বর্ষবরণ উৎসবের বিশাল বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥ এবারের রোটারি থিম “রোটারি কনসেটস্ ওয়ার্ল্ড”-এই শ্লোগানকে সামনে রেখে ১ জুলাই সোমবার রোটারি ক্লাব অব দিনাজপুর আয়োজিত রোটারী সেন্টার নিমতলা হতে রোটারি বর্ষবরণ উৎসব ২০১৯-২০ বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র‌্যালীটির নেতৃত্ব দেন নব-নির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটাঃ ডাঃ শহিদুল ইসলাম খান ও ক্লাব সেক্রেটারী রোটাঃ রনজিৎ কুমার সিংহ। র‌্যালীতে অংশগ্রহণ করেন রোটারী ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মাকসুদুল আলম পাটোয়ারী, আইপিপি রোটাঃ আব্দাস সাত্তার, সাবেক সেক্রেটারী রোটাঃ নুরুন্নবী সরকার, এসিসটেন্ট গভর্নর পিঃপিঃ রোটাঃ আরিফুর রহমান আরিফ, পিপি রোটা মনোয়ারুল হক মার্শাল, পিপি মোঃ মোমিনুল ইসলাম, রোটা মোঃ সাঈদ আলী, রোটাঃ মনির হোসেনসহ ক্লাব সদস্য ও রোটারেক্ট ক্লাব অব হাবিপ্রবি দিনাজপুরের সদস্যবৃন্দ। রোটারী বর্ষ বরণ উৎসবের বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করতে গিয়ে ক্লাব প্রেসিডেন্ট ডাঃ শহিদুল ইসলাম খান বলেন, অর্ত-মানবতার কল্যাণে রোটারী ক্লাব কাজ করে যাচ্ছে। আমরা চাই এলাকার দরিদ্র, হত-দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে রোটারি ক্লাব যথেষ্ট ভূমিকা রাখবে। ক্লাব সেক্রেটারী রনজিৎ কুমার সিংহ বলেন, ক্লাবের গুরু দায়িত্ব নিয়ে রোটারী বর্ষের যাত্রা শুরু হলো। ক্লাব সদস্যদের সহযোগিতায় দিনাজপুর রোটারী ক্লাবকে একটি মডেল সংগঠন হিসেবে গড়ে উঠবে।
উল্লেখ্য গত ৩০ জুন রাত ১২.১ মিনিটে সাবেক প্রেসিডেন্ট আব্দুস সাত্তার ও সাবেক সেক্রেটারী নুরুন্নবী সরকার নব-নির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট ডাঃ শহিদুল ইসলাম খানকে কলার হস্তান্তরের মাধ্যমে এবং ক্লাব সেক্রেটারী রনজিৎ কুমার সিংহ’র নিকট দায়িত্ব হস্তান্তর করলে ১ জুলাই থেকে ২০১৯-২০২০ রোটারি বর্ষের অনুষ্ঠানিকভাবে পথ  চলা শুরু হলো।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6476577720455076474

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item