দিনাজপুরে ১৬৫তম ঐতিহাসিক সাঁওতার বিদ্রোহ দিবস পালিত

আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী ও পামডো’র আয়োজনে ইউরোপিও ইউনিয়নের অর্থায়নে “আমি সাঁওতাল, আমি মানুষ, রাষ্ট্রের সমঅধিকার চাই” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর সদর উপজেলার খোসালপুর (ফার্মহাট) স্কুল মাঠ প্রাঙ্গণে ১৬৫তম ঐতিহাসিক সাঁওতার বিদ্রোহত দিবস পালিত হয়েছে। দীঘিপাড়া সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন কমিটির সহযোগিতায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালী, সাঁওতাল জনগোষ্ঠী’র সদস্যদের মাঝে তীর ধনুক প্রতিযোগিতা, আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী নেতা মানিক সরকার মুর্মু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলার মোঃ ইমদাদ সরকার বলেন, আদিবাসীরা এদেশের সন্তান। মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসে তাদেরও নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। বর্তমান সরকার আদিবাসীদের উন্নয়নে যথেষ্ট আন্তরিক ভূমিকা পালন করলেন এবং তাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন এভিপিআরএ প্রকল্পের সিনিয়র সিডিএস এস এম মাজেদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আদিবাসী নেতা রুবেল মুর্মু ও সিডিএস হাবিবুর চৌধুরী জনি। প্রথম পর্বে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার রায়।

পুরোনো সংবাদ

দিনাজপুর 5776560843664773982

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item