ডিমলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭-জুলাই বুধবার সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি উপস্থিত সাংবাদিকদের অবগত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তার। লিখিত বক্তেব্যে মৎস্য কর্মকর্তা বলেন, ১৭ জুলাই থেকে শুরু হওয়া মৎস্য সপ্তাহ পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে ২৩ জুলাই শেষ হবে। তিনি আরও জানান, সপ্তাহব্যাপী গোটা উপজেলায় ব্যাপক প্রচারণা, বর্ণাঢ্য র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাই কোর্ট পরিচালনা, মৎস্য বিষয়ক বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

এছাড়া উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার মুন সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বলে মতবিনিময় সভায় জানানো হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 60966041334394486

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item