ডিমলা বালাপাড়া ইউপি’র ওয়ার্ড সভা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : স্থানীয় পর্যায়ে চাহিদা নিরুপন ও ক্ষুদ্র পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০-জুলাই) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে এ ওয়ার্ড সভাটি অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বাংলাদেশ কমিনিউকেশন ফর ডেভেলপমেন্ট (সি.ফোর.ডি) কর্মসূচির সহোযোগিতায় বালাপাড়া ইউনিয়ন এর ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন শ্রেনী পেশার নারী ও পরুষ অংশগ্রহণ করেন। বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও কমিনিউকেশন ফর ডেভেলপমেন্ট এর ইউনিয়ন সমন্বয়কারী জয়া মজুমদারের সঞ্চালনায় উপস্থিত ওয়ার্ড পর্যায়ের সকল নারীদের মাতৃকালীন বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা সহ বিনামূল্যে পরিক্ষা-নিরিক্ষার বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে উক্ত ওয়ার্ডের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নানাবিধ আলোচনা তুলে ধরা হয়। সভায় শিশুদের হাইজিং, স্যানিটেশন ব্যবস্থা ও বাল্যবিবাহ নিরোধ এবং শিশুর অধিকারের আইনসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষকলীগের সহ-সভাপতি মোকছেদ আলী, উক্ত ইউপি’র মহিলা সদস্য অলিমা বেগম, কুলছুম বেগম ও রশিদা বেগম প্রমুখ।

পুরোনো সংবাদ

নীলফামারী 2939183812168363530

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item