পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ!

ডেস্ক

বিশ্বকাপে মিশ্র (খুব ভালো-খারাপের মাঝামাঝি) পারফরম্যান্স করেছে পাকিস্তান। সেমিফাইনালে খেলতে না পারলেও পঞ্চম স্থানে থেকে ২০১৯ আসর শেষ করেছে তারা। তাদের চোখ এখন সামনে। তাই ইতিমধ্যে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুসারে, ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত সূচি নির্ধারণ করেছে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী মাস থেকে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। এর নিয়ম অনুযায়ী, এ চার বছরে প্রতিটি দলকেই অন্তত একবার করে একে অপরের ভূখণ্ডে গিয়ে খেলতে হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে অংশ নিতে হবে।

সেই হিসাবে আগামী বছরের শুরুতেই পাকিস্তান সফর রয়েছে বাংলাদেশের। এরই মধ্যে আসছে চার বছরের সূচি প্রকাশ করেছে পিসিবি। সেখানে দেখা যাচ্ছে, ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ খেলবে তারা।

ওই সফরে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবেন টাইগাররা। তবে ভেন্যু কোথায় তা চূড়ান্ত হয়নি।

পুরোনো সংবাদ

খেলাধুলা 1373701958374451733

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item