নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ভাই বোন হতাহত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৮ জুলাই॥ সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী উত্তরা ইপিজেডের শ্রমিক চাচাতো ভাই বোন হতাহতের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ফুলতলা নামক স্থানে বিপরিত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হয় জেলা সদরের চওরাবড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে হাবিবুর রহমান(২২)। গুরুত্বর আহত হয় একই গ্রামের মজিদুল ইসলামের মেয়ে মমতা আক্তার(১৯)। সর্ম্পকে এরা আপন চাচাতো ভাই বোন। আহত মমতাকে প্রথমে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার ডান হাত ও পা ভেঙ্গে গেছে এবং দাঁতের পাটি খুলে পড়েছে।
সদর থানার ওসি মোমিনুল ইসলাম জানান উক্ত চাচাতো ভাইবোন নীলফামারী উত্তরা ইপিজেডের একটি শিল্পকারখানার শ্রমিক। প্রতিদিনের মতো তারা মোটরসাইকেলযোগে তাদের কর্মস্থলে যাওয়ার পথে ফুলতলা নামকস্থানে বিপরিত দিক থেকে আসা  মাইক্রোবাসের ( ঢাকা মেট্রো-চ ৫১-২১২৮) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।। মাইক্রোবাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে।#

পুরোনো সংবাদ

নীলফামারী 3153610366369406335

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item