তিস্তা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি ভাঙন, ফসলের ব্যাপক ক্ষতি

ফজলুর রহমান, পীরগাছা (রংপুর)প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুরের পীরগাছায় তিস্তা নদীতে আকস্মিকভাবে পানি বেড়ে যাওয়ায় বাদামসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার থেকে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বৃহস্পতিবার পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে নদী ভাঙন আতঙ্ক।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত মঙ্গলবার থেকে হঠাৎ করেই তিস্তার পানি বৃদ্ধি শুরু হয়। এতে উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়া, শিবদেবচর, আমিনপাড়া, চরছাওলা, কামারের হাট, রামসিং ও জুয়ানের চরসহ প্রায় ১০টি গ্রামের নি¤œাঞ্চলের বাড়ি-ঘরসহ উঠতি ফসল পানির নিচে তলিয়ে যায়। গ্রামগুলোতে অবস্থিত প্রায় ৫টি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি হয়ে পড়ে।
আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের ৫০ হেক্টর জমির বাদাম ও আগাম মরিচসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।
চরাঞ্চলে কৃষকেরা বাদাম তোলা শুরু করেছিল। শতাধিক কৃষক বাদাম তুলে চরেই শুকাতে দিয়েছিল। কিন্তু হঠাৎ রাতে পানি বৃদ্ধি পাওয়ায় উত্তোলনকৃত সব বাদাম ভেসে যায়। এতে ওই কৃষকেরা নি:শ^ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পানি কমতে শুরু করায় ছাওলা ইউনিয়নের গাবুড়ার চরসহ আশেপাশের কয়েকটি এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। শুক্রবার বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও এখনো উজানের ঢল অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
উপজেলা জুয়ানের চর গ্রামের আফছার আলী বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে তিস্তার পানি বাড়তে শুরু করে। রাতের মধ্যে চরাঞ্চলের ফসলি জমি ও ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়।
শিবদেব চর গ্রামের আশরাফুল ইসলাম জানান, আকস্মিকভাবে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বাদাম ও মরিচসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
কামারেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী  কামরুল হাসান বলেন, নদীর পানি স্কুল মাঠে আসায় স্কুল বন্ধ দেয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আজিজ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরীর কাজ চলছে।
পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমীন প্রধান বলেন, তিস্তার পানি আকস্মিক বৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেয়া হচ্ছে।##

পুরোনো সংবাদ

রংপুর 954023235314258666

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item