আমাদের মেয়ের হত্যাকারীর ফাঁসি দেখে মরতে চাই- তানজিনার বাবা-মা

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও গ্রামীন চক্ষু হাসপাতালের নার্স তানজিনা আক্তারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনী আরমান ইসলাম জীবন সহ তার সহযোগীদের ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ে শোকর‌্যালী ও মানববন্ধন করে বিক্ষোভ করেছে ঠাকুরগাঁওবাসী। রবিবার সকালে ঠাকুরগাঁও বাসীর সাধারন ব্যানারে শহর চৌরাস্তায় উক্ত কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন নিহত তানজীনা আক্তারের বাবা মো: আব্দুল হামিদ, মাতা শহীদা বেগম। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, আমাদের কনিষ্ঠ মেয়ে তানজিনা আক্তার খুবই আদরের ছিলো। অন্যায়ের প্রতিবাদী ছিলো আমাদের তানজিনা। তাই হয়তো অন্যায় করার প্রতিবাদে তাকে বখাটেদের হাতে নৃশংস ভাবে প্রাণ  দিতে হলো। তাঁরা অশ্রুসিক্ত চোখে আরও বলেন আমাদের বয়স হয়েছে, আমরা আমাদের মেয়ের হত্যাকারী সহ তার সহযোগিদের ফাঁসি দেখে মরতে চাই। এ সময় মানবন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নিহত তানজিনার বড় বোন নিলুফা বেগম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক  রেজওয়ানুল হক রিজু প্রমুখ। এছাড়াও উক্ত কর্মসূচীতে জেলার  রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, শিক্ষক সহ সকল শ্রেণিপেশার মানুষজন অংশ গ্রহণ করেন। 
বক্তারা আরও বলেন, মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদকারী তানজিনা হত্যাকারি আরমান ইসলাম জীবন যেনো কোনক্রমেই আইনের ফাঁক দিয়ে পার না পায় তার জন্য দ্রুত বিচারের আওয়াতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। দেশে বিচারহীনতার যে সংস্কৃতি চলছে তা থেকে বের হয়ে তানজিনা রিফাত, নুসরাত সহ সকল হত্যার বিচার দ্রুত করার জোর দাবি জানান বক্তারা। বক্তারা বলেন যদি তানজিনা হত্যার বিচারে কোন গরিমশি হয় তাহলে দূর্বার আন্দোলন গড়ে তুলবে ঠাকুরগাঁওবাসি।
পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরা করে বিক্ষুব্ধরা। এ সময় তারা তানজিনা হত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য যে, গত ২০ জুন যৌন হয়রানির প্রতিবাদ করার অপরাধে বখাটে জীবনের ছুরির আঘাতে গুরুতর আহত হন তানজিনা। ৭ দনি মৃত্যুর সাথে পাঞ্জালড়ে গত ২৭ জুন সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ঠাকুরগাঁও  সদর উপজেলা আব্দুল হামিদের মেয়ে তানজিনা আক্তার।

পুরোনো সংবাদ

নির্বাচিত 7944499060669810386

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item