সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। আজ রোববার (২৩ জুন) উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই  টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সকালে হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই টুর্ণামেন্টের  শুভ উদ্বোধন করেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী।
টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আছাদুল হক চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রতিষ্ঠানের প্র্রধান শিক্ষক আবুল বাশার মো. মুহিউদ্দিন।
 এতে পূর্ব বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, কুমারগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুল ইসলাম, তিনপাই - ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুকসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ১৩ টি বিদ্যালয় অংশ নিচ্ছেন। গতকাল রোববার টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পূর্ব বেলপুকুর সাতপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বনাম আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল পরস্পরের মুখোমুখি হয়। এতে আফতাব উদ্দিন  সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বিজয়ী হয়েছে।       

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4048855736219059428

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item