সৈয়দপুরে পূর্ব বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে পূর্ব বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (২০ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে ওই সততা স্টোরের উদ্বোধন করা হয়।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওসমান গণি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সততা স্টোরের শুভ উদ্বোধন করেন।
 এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল সৈয়দপুর  পৌরসভার কাউন্সিলর মো. শাহিন হোসেন।
পূর্ব বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি  মো. আবু বক্কর শাহ্ ফকিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষিকা ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য  শিউলি সুলতানা।
এতে অন্যান্যদের মধ্যে সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন ও মো. রহুল আমিন প্রধান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, পূর্ব বোতলাগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মো. সোহেল চৌধুরী, সদস্য মাসুমা আক্তার ও সাংবাদিক নজির হোসেন নজু প্রমূখ উপস্থিত ছিলেন।
  পরে প্রধান অতিথি  নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওসমান গণি সততা স্টোরের শুভ উদ্বোধন করেন।
 অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য, সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
  পূর্ব বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি সুলতানা জানান,  বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে নৈতিক শিক্ষা চর্চার লক্ষ্যে বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করা হয়েছে। এতে শিক্ষাজীবন থেকে ছাত্রছাত্রীরা  নৈতিক শিক্ষা নিয়ে একজন আদর্শ  মানুষ হিসেবে গড়ে উঠবে। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8595422983526566669

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item