সৈয়দপুরে মাদক ব্যবসায়ী মা ও ছেলে গ্রেপ্তার, ১ কেজি ৭শ’ গ্রাম গাঁজা উদ্ধার

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে মাদক ব্যবসায়ী মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আজ(সোমবার) সকালে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী লালদীঘি সড়কের লক্ষণপুর মুন্সিপাড়া এলাকা থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো  রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের শাস্ত্রীপাড়ার আব্দুল হালিমের স্ত্রী মোছা. নাজমা বেগম ওরফে কুলকুলি (৪৫) ও তাঁর পুত্র আবু বক্কর সিদ্দিক (২৮)।
পুলিশ জানায়, ঘটনার দিন গতকাল সোমবার সকালে বিশ্বস্ত সংবাদে সৈয়দপুর থানা পুলিশ জানতে পারেন লক্ষণপুর মুন্সিপাড়া এলাকায় নারীসহ কয়েকজন মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে। পরে থানার উপপরিদর্শক (এসআই)  মো. আরমান আলীসহ সঙ্গীয় ফোর্স উল্লিখিত এলাকায় গেলে দেখতে পায় কয়েকজন লোক একজন মহিলার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ টানাটানি করছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে একজন পালিয়ে যায়। তবে পুলিশের হাতে ধরা পড়ে নারীসহ অপর একজন। পরে ওই ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজার  উদ্ধার করা হয়। পরে আটককৃতদের  সৈয়দপুর থানায় নিয়ে আসেন পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় তিনজনকে আসামী করে একটি  মামলা হয়েছে। এতে আসামী গ্রেফতার হওয়ার  মাদক ব্যবসায়ী নাজমার স্বামী আব্দুল হালিমকে (৫৫) পলাতক দেখানো হয়েছে। বিকেলে গ্রেফতারকৃত আসামী মা নাজমা বেগম ও ছেলে আবু বক্কর সিদ্দিককে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেপ্তারের
সত্যতা নিশ্চিত করেন।   

পুরোনো সংবাদ

নীলফামারী 23251096918519670

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item